Indian Navy

আরব সাগরে নতুন ক্ষেপণাস্ত্রের অগ্নিপরীক্ষায় সফল ভারতীয় নৌসেনা

আরব সাগরের বুকে ভারতীয় নৌসেনার নতুন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (এসএএম) তার প্রথম পরীক্ষায় দারুণ ভাবে সফল। বুধবারের ওই সফল পরীক্ষার কথা গতকাল বিবৃতি দিয়ে ঘোষণা করা হল নৌসেনার তরফে।

Advertisement
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১২:৩২
Share:

ছবি: সংগৃহীত।

আরব সাগরের বুকে ভারতীয় নৌসেনার নতুন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (এসএএম) তার প্রথম পরীক্ষায় দারুণ ভাবে সফল। বুধবারের ওই সফল পরীক্ষার কথা গতকাল বিবৃতি দিয়ে ঘোষণা করা হল নৌসেনার তরফে।

Advertisement

শুক্রবার সেনার তরফে বিবৃতিতে জানানো হয়, যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। নিচু দিয়ে উড়ে যাওয়া দ্রুতগামী লক্ষবস্তুকে যথায়থ ভাবে ধ্বংস করতে পেরেছে ওই ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন: কসাইখানা তুলে লাভ কতটা মুখ্যমন্ত্রী যোগীর?

Advertisement

ক্ষেপণাস্ত্রের এই সফল উত্ক্ষেপণ ভারতীয় নৌসেনার শক্তি ভাণ্ডারকে আরও মজবুত করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সমুদ্রের তলা থেকে শত্রুপক্ষের জাহাজকে ধ্বংস করার জন্য এ মাসের গোড়াতেই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল নৌসেনা। দেশীয় প্রযুক্তিতে তৈরি কালভারি গোত্রের ডুবোজাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেই পরীক্ষাতেও সফল হয় নৌসেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন