India-Canada Relation

আমন্ত্রিত মোদী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্শ্ববৈঠকও হতে পারে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ০৮:০৬
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

শেষ মুহুর্তে কানাডায় আয়োজিত জি৭ বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তাঁর পার্শ্ববৈঠকও হতে পারে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

রণধীরের কথায়, “পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে একে অন্যের স্পর্শকাতরতাকে মর্যাদা দিয়ে সম্পর্ককে ফের ঠিক জায়গায় আনার চেষ্টা করা হবে। সম্পর্ক ও বাণিজ্যের আরও উন্নতির লক্ষ্যে কথা হবে বলে আশা করছি। এ ছাড়া সাম্প্রতিক সময় দু’দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা নিয়েও আলোচনা হতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন