AC 3 tier coach

দূরপাল্লার ট্রেনে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা বাড়ছে

শীতাতপ নিয়ন্ত্রিত কোচের দাবি মেটাতে এ বার দূরপাল্লার ট্রেনে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় রেল। রেলের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ১ এপ্রিল থেকে এ বছরের ১০ মার্চ পর্যন্ত এসি থ্রি টিয়ারে চড়েছেন মোট যাত্রীর ১৭ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ১৭:৪০
Share:

শীতাতপ নিয়ন্ত্রিত কোচের দাবি মেটাতে এ বার দূরপাল্লার ট্রেনে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় রেল। রেলের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ১ এপ্রিল থেকে এ বছরের ১০ মার্চ পর্যন্ত এসি থ্রি টিয়ারে চড়েছেন মোট যাত্রীর ১৭ শতাংশ। মোট যাত্রিভাড়া থেকে যা আয় তার ৩২.৬০ শতাংশ এসেছে এই যাত্রীদের পকেট থেকেই। গত বছর দূরপাল্লা ট্রেনের এসি থ্রি টিয়ারে চড়েন ১৬.৬৯ শতাংশ যাত্রী। এ বছর তা বেড়ে হয়েছে ১৭.১৫ শতাংশ। অর্থাৎ যাত্রীদের মধ্যে এসি থ্রি টিয়ারে যাতায়াতের প্রবণতা বেড়েছে।

Advertisement

আবার স্লিপার ক্লাসে যাতায়াত করেছেন ৫৯.৭৮ শতাংশ যাত্রী। যাত্রিভাড়ার ৪৪.৭৮ শতাংশ এসেছে তাঁদের ভাড়া থেকে। তার আগের বছর স্লিপার ক্লাসে চড়েন মোট যাত্রীর ৬০ শতাংশের বেশি। শতাংশের হিসেব কষলে স্লিপারে যাত্রিসংখ্যা কিছুটা হলেও কমেছে। রেল মন্ত্রক জানাচ্ছে, বহু যাত্রীই এখন স্লিপার ক্লাস ছেড়ে এসি থ্রি টিয়ারে সফর করার কথা ভাবছেন, ফলে কমছে স্লিপারে যাত্রী সংখ্যা। তাই দূরপাল্লার ট্রেনে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা ধীরে ধীরে বাড়ানোর পথে হাঁটছে রেল।

আরও পড়ুন:উত্তরপ্রদেশের ২০০০ মাদ্রাসা-মসজিদে বিশেষ নজরদারি শুরু পুলিশের

Advertisement

কিছু দিন আগে রেল চালু করেছে শুধুমাত্র এসি থ্রি টিয়ার কোচ যুক্ত ‘হামসফর এক্সপ্রেস’। রেলের তরফে জানা গিয়েছে, চালু হওয়ার পর থেকেই বিরাট জনপ্রিয়তা পেয়েছে এই দূরপাল্লার ট্রেনটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন