রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ছবি: পিটিআই।
সাশ্রয় মূল্যে দূরপাল্লার সংযোগ এবং তার সম্প্রসারণের জন্য আরও ৯টি অমৃত ভারত এক্সপ্রেস পরিষেবা চালু করতে উদ্যোগী হল ভারতীয় রেল। পশ্চিমবঙ্গের সঙ্গে দেশের আরও রাজ্যের সঙ্গে সংযোগের উদ্দেশ্যে এর পরিষেবা চালু হতে চলেছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর নিজের টুইটার হ্যান্ডলে জানান, এই পরিষেবা পশ্চিমবঙ্গ সংযোগ স্থাপন করবে বিহার, উত্তরপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের সঙ্গে।
রেল মন্ত্রকের বিবৃতি থেকে জানা গিয়েছে গুয়াহাটি (কামাখ্যা)-রোহতক, ডিব্রুগড়-লখনউ (গোমতী নগর), নিউ জলপাইগুড়ি-নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি, আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু, আলিপুরদুয়ার- মুম্বই(পানভেল), কলকাতা (সাঁতরাগাছি)-তাম্বারাম, কলকাতা (হাওড়া)-আনন্দ বিহার টার্মিনাল এবং কলকাতা (শিয়ালদহ)-বারাণসী নতুন এই ট্রেনগুলি চালু করা হবে। যাত্রীদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে এই ট্রেনগুলিতে।
উল্লেখ্য, ডিসেম্বর ২০২৩ থেকে অন্তত ৩০টি অমৃত ভারত ট্রেন পরিষেবা চালু করা হয়েছে আর আগামি এক সপ্তাহের মধ্যে উপরোক্ত ৯টি ট্রেন চালু করা হবে।
এ ছাডা়ও ভবিষ্যতে আরও নতুন ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে যা উপ-হিমালয় অঞ্চল থেকে দক্ষিণ, পশ্চিম এবং মধ্য ভারতের প্রধান গন্তব্যস্থলগুলিতে রেল সংযোগ স্থাপন করবে।