Kolkata-Srinagar Flight

কলকাতা থেকে উড়ে শ্রীনগর যাওয়ার পথে জ্বালানি লিক! বারাণসীতে জরুরি অবতরণ করল বিমান

বিমানটিতে ১৬৬ জন যাত্রী এবং কর্মী ছিলেন। নিরাপদেই তাঁদের বিমান থেকে নামানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২০:০৫
Share:

বারাণসীতে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশে উড়েছিল ইন্ডিগোর বিমান। মাঝপথে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার জরুরি অবতরণ করল বিমানটি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটির জ্বালানি লিক করেছে।

Advertisement

বারাণসী বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটিতে ১৬৬ জন যাত্রী এবং কর্মী ছিলেন। নিরাপদেই তাঁদের বিমান থেকে নামানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিমানবন্দরের কাজকর্মও স্বাভাবিক ভাবেই চলছে।

বিমানবন্দরের ডিরেক্টর পুনিত গুপ্ত একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘৬৯৬১ নম্বর ইন্ডিগো বিমানের পাইলট কলকাতা থেকে উড়ে শ্রীনগর যাওয়ার পথে জ্বালানি লিক হচ্ছে বলে দেখতে পান। তার পরেই তিনি বারাণসীর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। জরুরি অবতরণ করানোর জন্য অনুরোধ করেন।’’ ছাড়পত্র পেয়ে বিকেল ৪টে ১০ মিনিটে বিমানটি অবতরণ করে বারাণসীতে। প্রযুক্তিবিদেরা বিমানের সব খতিয়ে দেখেন। সে সময় বিমানবন্দরে অপেক্ষা করেন যাত্রীরা।

Advertisement

গত ১২ জুন অহমদাবাদের লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান। অহমদাবাদ থেকে ওড়ার পরেই ভেঙে পড়ে বিমানটি। প্রাণ হারিয়েছিলেন ২৬০ জন। তাঁদের মধ্যে বিমানে সওয়ার ছিলেন ২৪১ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement