Kerala Govt Hospital

হঠাৎ বিদ্যুৎবিভ্রাট, ফোনের আলো জ্বেলে রোগীর ক্ষতস্থান সেলাই কর্নাটকের সরকারি হাসপাতালে!

জানা গিয়েছে, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলে এক ব্যক্তি। তাঁর শরীরের এক জায়গায় গভীর ক্ষত হয়। স্থানীয়েরা তাঁকে সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০
Share:

মোবাইলের আলো জ্বেলে চিকিৎসা চলছে সরকারি হাসপাতালে। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁকে জরুরি বিভাগে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছিল। সেই চিকিৎসার মাঝে আচমকাই বিদ্যুৎ চলে যায়। শেষমেশ বাধ্য হয়ে মোবাইলের আলো জ্বালিয়ে আহত ব্যক্তির ক্ষতস্থানে সেলাই করেন চিকিৎসকেরা। গত ১৩ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে কর্নাটকের বল্লারির এক সরকারি হাসপাতালে।

Advertisement

জানা গিয়েছে, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলে এক ব্যক্তি। তাঁর শরীরের এক জায়গায় গভীর ক্ষত হয়। স্থানীয়েরা তাঁকে সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রক্ত বন্ধ করার জন্য ক্ষতস্থান সেলাইয়ের প্রয়োজন ছিল। চিকিৎসক যখন ওই ক্ষতস্থান সেলাই করার কাজ শুরু করেন, তখনই বিদ্যুৎ চলে যায়। ক্ষতস্থান সেলাইয়ের কাজ অর্ধেক হয়ে আটকে যায়। বিদ্যুৎ সঙ্গে সঙ্গে না আসায় এবং বিদ্যুতের জরুরি ব্যবস্থা না থাকায় মোবাইলে আলো জ্বেলে রোগীর ক্ষতস্থান সেলাই করেন চিকিৎসক।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য ব্যবস্থার পরিণতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, ১৫ মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। জরুরি পরিষেবা থমকে গিয়েছিল। হাসপাতালের সুপার শিবা নায়েক এক সংবাদমাধ্যমকে ঘটনাটি সম্পর্কে নিশ্চিত করে পাল্টা দাবি করেছেন, ওই দিন সন্ধ্যা থেকেই বিদ্যুৎ সংযোগের সমস্যা হচ্ছিল। তবে ৫ মিনিটের মধ্যেই আবার বিদ্যুৎ ফিরে আসে। তবে মোবাইলের আলোয় চিকিৎসা হওয়ার বিষয়টি সম্পর্কে তিনি কোনও মন্তব্য করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement