Pakistani Nationals in India

দিল্লিতে ৫০০০ পাকিস্তানির বাস! তালিকা তৈরি ইন্টেলিজেন্স ব্যুরোর, তথ্য সংগ্রহের জন্য বলল পুলিশকে

প্রায় পাঁচ হাজার পাকিস্তানি বসবাস করেন ভারতের রাজধানী দিল্লিতে। সম্প্রতি এই সংক্রান্ত একটি তালিকা তৈরি করে দিল্লি পুলিশকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৬:১৯
Share:

দিল্লি পুলিশকে পাকিস্তানিদের বিষয়ে তালিকা পাঠাল ইন্টেলিজেন্স ব্যুরো। —প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতের রাজধানী দিল্লিতে প্রায় পাঁচ হাজার পাকিস্তানি নাগরিক বাস করছেন। এই পাকিস্তানি নাগরিকদের একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। দিল্লি পুলিশের কাছে ইতিমধ্যে সেই তালিকা পৌঁছে দিয়েছে আইবি। পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলা পরবর্তী সময়ে পাকিস্তানিদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। চিকিৎসা, কূটনৈতিক এবং দীর্ঘমেয়াদি ভিসা ছাড়া অন্য ভিসাগুলির মেয়াদ রবিবারই শেষ হচ্ছে। চিকিৎসা সংক্রান্ত ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার।

Advertisement

গত দু’দিনে পঞ্জাবের অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে অনেক পাকিস্তানি ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরে গিয়েছেন। এই অবস্থায় দিল্লিতে বাস করা পাকিস্তানিদের তালিকা রাজধানী এলাকার পুলিশকে পাঠিয়ে দিলেন গোয়েন্দারা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, যে পাকিস্তানি হিন্দুরা দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে রয়েছেন, তাঁদের নাম এই তালিকায় নেই। আইবি-র এক আধিকারিক জানান, এই তালিকা যাচাই করা এবং পাকিস্তানিরা নিজেদের দেশে ফিরছেন কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মধ্য এবং উত্তর পূর্ব দিল্লিতে সবচেয়ে বেশি পাকিস্তানির বাস বলে জানিয়েছেন ওই আধিকারিক। এই নিয়ে ইতিমধ্যে দিল্লি পুলিশের সঙ্গে একটি বৈঠক করেছে আইবি। তালিকা অনুসারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

অপর এক আধিকারিক এএনআইকে জানিয়েছেন, দিল্লিতে বসবাস করছেন এমন পাকিস্তানিদের দু’টি তালিকা তাঁরা তৈরি করেছেন। একটি তালিকায় তিন হাজার জনের নাম রয়েছে, অন্যটিতে দু’হাজার জনের নাম আছে। সে ক্ষেত্রে কিছু নাম উভয় তালিকাতেই থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান ওই আধিকারিক। সেই কারণে ওই তালিকা ভাল ভাবে যাচাই হওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি। এই পাঁচ হাজার জনের তালিকার মধ্যে অনেকেই ইতিমধ্যে ভারত ছেড়েছেন বলেও অনুমান ওই আইবি আধিকারিকের।

Advertisement

গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় ২৬ জন নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, গত মঙ্গলবার ওই হামলায় স্থানীয় কয়েকজন জঙ্গি জড়িত থাকার অভিযোগ উঠলেও বাকি জঙ্গিরা পাকিস্তান থেকে এ দেশে এসেছিল। কাশ্মীরে ওই জঙ্গিহানার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক স্তরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল-সহ বেশ কিছু পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তার পর থেকেই পাকিস্তানিরা অটারী সীমান্ত হয়ে পাকিস্তানে ফিরতে শুরু করেছেন।

পহেলগাঁও হামলার নিন্দায় সরব হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা হয়েছে ট্রাম্পের। ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এ বার মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-ও উদ্ভূত পরিস্থিতিতে ভারতের পাশে থাকার আশ্বাস দিল। এফবিআই প্রধান কাশ পটেল সমাজমাধ্যমে লিখেছেন, মার্কিন তদন্তকারী সংস্থা ভারত সরকারকে সম্পূর্ণ ভাবে সাহায্য করবে। এর আগে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement