আরও কমে গেল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে ফের সুদের হার কমিয়ে দিল সরকার। আজ সন্ধ্যায় এই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৬
Share:

কমল প্রভিডেস্ট ফান্ডের সুদের হার। ফাইল চিত্র।

প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) সুদের হার আরও কমে গেল। গত আর্থিক বছরের তুলনায় ০.১ শতাংশ সুদের হার কমানোর কথা বুধবার ঘোষণা করেছে ‘এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন’ (ইপিএফও)। পিএফে সুদের হার ৮.৬৫ থেকে কমে হচ্ছে ৮.৫৫ শতাংশ। এর ফলে প্রায় ৫ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।

Advertisement

২০১৬-১৭ আর্থিক বছরে উপভোক্তারা ৮.৬৫ শতাংশ হারে সুদ পেতে পারেন। তার আগে ২০১৫-১৬ আর্থিক বর্ষে ওই হারই ৮.৮ শতাংশ ছিল। এ বার তা কমে আরও কমে গেল।

আরও পড়ুন:

Advertisement

পিপিএফ এবং স্বল্প সঞ্চয়ে বড় বদল আনছে কেন্দ্র

অনাদায়ী ঋণে রাশ টানতে জারি হল নতুন নির্দেশিকা

ইপিএফও-র এ দিনের সিদ্ধান্তের বিষয়টি অর্থ মন্ত্রককে জানানো হবে। মন্ত্রকের অনুমোদন পেলেই এই আর্থিক বছরের শেষে সুদের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ইপিএফও সূত্রে খবর, উপভোক্তা তাঁর অ্যাকাউন্টে কত জমা পড়ল তা অনলাইন অথবা অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন