আজই ভারতে ইন্টারনেটের যাত্রা শুরু, পেরিয়ে গেল বছর কুড়ি

পেরিয়ে গেল বছর কুড়ি। ১৫ অগস্ট ১৯৯৫-এ ‘বিদেশ সঞ্চার নিগম লিমিটেড’ (ভিএসএনএল) ভারতে সর্ব সাধারণের জন্য ইন্টারনেট ব্যবস্থা চালু করেছিল। যদিও সরকারি ক্ষেত্রে ইন্টারনেটের মতো ব্যবস্থা প্রাথমিক ভাবে কাজ শুরু করেছিল ১৯৮৬ থেকেই। তবে ১৯৯৫-এর এ দিন থেকেই সবার জন্য ইন্টারনেট ব্যবস্থা চালু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ১৯:৫৬
Share:

পেরিয়ে গেল বছর কুড়ি। ১৫ অগস্ট ১৯৯৫-এ ‘বিদেশ সঞ্চার নিগম লিমিটেড’ (ভিএসএনএল) ভারতে সর্ব সাধারণের জন্য ইন্টারনেট ব্যবস্থা চালু করেছিল। যদিও সরকারি ক্ষেত্রে ইন্টারনেটের মতো ব্যবস্থা প্রাথমিক ভাবে কাজ শুরু করেছিল ১৯৮৬ থেকেই। তবে ১৯৯৫-এর এ দিন থেকেই সবার জন্য ইন্টারনেট ব্যবস্থা চালু হয়।

Advertisement

৮০-র দশকেই টেলি-যোগাযোগ ব্যবস্থায় গুরুত্ব দিতে শুরু করে ভারত সরকার। তারই হাত ধরে সরকারি সংস্থাগুলির মধ্যে যোগাযোগ বাড়াতে এবং শিক্ষা প্রতিষ্ঠাগুলিকে জুড়তে ইন্টারনেটের মতো ব্যবস্থা চালু করে কেন্দ্র। নম্বই-এর দশকেই সর্ব সাধারণের জন্য ইন্টারনেটের ব্যবস্থা চালু করার কথা ভাবা হয়।

সেই মতো ১৯৯৫-এর ১৫ অগস্ট প্রাথমিক ভাবে মুম্বই, কলকাতা আর চেন্নাই-এ ইন্টারনেট চালু হয়। পরিষেবা দিতে শুরু করে ভিসএসএনএল। তবে নিম্নমানের পরিকাঠামোর জন্য শুরুতেই ধাক্কা খায় ইন্টারনেট। পরে পরিকাঠামোর

Advertisement

ধাক্কা সামলে প্রথম ছ’মাসেই প্রায় ১০ হাজার ইন্টারনেটের সংযোগ দেয় ভিএসএনএল। তার পরে ক্রমেই বিস্তার পায় ইন্টারনেটের জাল। এখন প্রতি দিনের কাজকর্মের সঙ্গে জড়িয়ে গিয়েছে ইন্টারনেট। দীর্ঘ ২০ বছরের পথ পেরিয়ে ভারতে এখন ৩০ কোটিরও বেশি ইন্টারনেট সংযোগ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন