National News

মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল ভারতে, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

সঞ্জয় কী ভাবে দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের সবিস্তার বর্ণনা ঘরে বসে শুনিয়েছিলেন?

Advertisement

বাপি রায়চৌধুরী

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ২০:৩৭
Share:

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।- নিজস্ব চিত্র।

মহাভারতের সময়েই ভারতে ইন্টারনেট ছিল। ছিল উপগ্রহের ব্যবহারও। না হলে সঞ্জয় কী ভাবে দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের সবিস্তার বর্ণনা ঘরে বসে শুনিয়েছিলেন? এই দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের।

Advertisement

কম্পিউটার সংক্রান্ত একটি সরকারি কর্মশালায় যোগ দিতে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ইন্টারনেট এবং উপগ্রহ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘‘ও সব বিষয় ভারতে লক্ষাধিক বছর ধরে রয়েছে। আমাদের সংস্কৃতি অনেক ঐতিহ্যশালী।’’ তার পরেই বিপ্লব বলেন, ‘‘মহাভারতের সময়েই ভারতে ইন্টারনেটের ব্যবহার ছিল। সে কারণেই তো সঞ্জয় হস্তিনাপুরে দাঁড়িয়ে কুরুক্ষেত্রের সমস্ত বর্ণনা দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে পুঙ্খানুপুঙ্খ ভাবে শোনাতে পেরেছিলেন।’’

Advertisement

পাশাপাশি তাঁর মন্তব্য, ‘‘এখন আমেরিকা দাবি করে, ইন্টারনেট বা সফটওয়ার প্রযুক্তি তাদের অবদান। আসলে এ সব ভারতীয় প্রযুক্তি। সেই কারণেই এই সংক্রান্ত ও দেশের বড় বড় কোম্পানিতে বেশির ভাগ কর্মীই ভারতীয়।’’

আরও পড়ুন- সিপিএমের দিক থেকে মুখ ফেরাল জনজাতিও​

আরও পড়ুন- খাল কেটে রাখলে কুমির আসবে​

বিপ্লবের মতে, ভারত প্রযুক্তিগত ভাবে বিশ্বের মধ্যে সেরা ছিল একটা সময়ে। গোটা বিশ্বকে টেক্কা দেওয়ার মতো প্রযুক্তি ভারতের কাছে ছিল। কিন্তু, সেই স্বর্ণযুগ একটা সময়ে এসে থমকে যায়। ভারত ফের তার সেই প্রযুক্তি-যাত্রা শুরু করেছে। বিপ্লবের কথায়, ‘‘সেই কারণেই গোটা বিশ্ব জুড়ে ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এত কদর। এত রমরমা। ভারত তার হারানো গৌরব ফের ফিরিয়ে আনছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement