মায়ের সঙ্গে দেখা চানুর

১৬ বছর পর মায়ের সঙ্গে দেখা হল ইরম শর্মিলা চানুর। তবে মাত্র কয়েক মিনিটের জন্য। আফস্পা প্রত্যাহার না করলে মায়ের সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন চানু। মুক্তি পেয়েও তিনি বাড়ি যাননি। মা সখীদেবীও চানুর সঙ্গে দেড় দশকের বেশি সময় কথা বলেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ০৩:১২
Share:

১৬ বছর পর মায়ের সঙ্গে দেখা হল ইরম শর্মিলা চানুর। তবে মাত্র কয়েক মিনিটের জন্য।

Advertisement

আফস্পা প্রত্যাহার না করলে মায়ের সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন চানু। মুক্তি পেয়েও তিনি বাড়ি যাননি। মা সখীদেবীও চানুর সঙ্গে দেড় দশকের বেশি সময় কথা বলেননি।

কিন্তু অনশন প্রত্যাহারের পর মেয়ের আশ্রয়হীনতা অশীতিপর মাকে বিচলিত করে। অসুস্থ সখীদেবী আজ ছোট মেয়ের সঙ্গে দেখা করতে চান। চানুর দাদা ইরম সিংহজিৎ ও দিদি বিজেন্তীদেবীর সঙ্গে এ দিন সকাল ১১টা নাগাদ জওহরলাল নেহরু হাসপাতালে যান সখীদেবী। মাকে সামনে দেখেই কেঁদে ফেলেন শর্মিলা। চোখে জল ছিল সখীদেবীরও। শর্মিলা জানান, মায়ের সঙ্গে একান্তে কথা বলতে চান।

Advertisement

চানুর পরিবারের অভিযোগ, পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তখনই সিংহজিৎ ও সখীদেবীকে ঘর থেকে বের করে দেন। সিংহজিৎ পরে বলেন, ‘‘শর্মিলা এখন জামিনে মুক্ত। সে হাসপাতালে বন্দি নয়। তবু কেন মায়ের সঙ্গে মেয়েকে দেখা করতে দিচ্ছে না সরকার?’’ সিংহজিৎ জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে শর্মিলার পরিবারও তাঁকে ত্যাগ করেছে। সেই ভুল বোঝাবুঝি কাটানোর জন্যে মা ও মেয়ের কথা হওয়া দরকার ছিল।

পুলিশ জানায়, সুপারের অনুমতি ছাড়া কাউকেই চানুর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সিংহজিৎ জানান, তাঁরা এক ঘণ্টা সুপারের অনুমতির জন্য অপেক্ষা করলেও সুপার ঘরে ছিলেন না। শর্মিলার সহযোদ্ধা বাবলু লৌইতংবামও ঘটনার তীব্র নিন্দা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement