শিমলার নামও বদলাবে কি, ইঙ্গিত জয়রামের

যোগী আদিত্যনাথ সরকার ইলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করায় উৎসাহিত হিমাচল প্রদেশের বিজেপি সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শিমলা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০২:১৪
Share:

জয়রাম ঠাকুর। ছবি- সংগৃহীত।

যোগী আদিত্যনাথ সরকার ইলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করায় উৎসাহিত হিমাচল প্রদেশের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর গত কাল দশেরা উৎসবের ফাঁকে সাংবাদিকদের বলেন, ‘‘ব্রিটিশ রাজ শুরু হওয়ার আগে শিমলার নাম শ্যামলা ছিল। সেই নাম ফিরিয়ে আনা যায় কি না, সে বিষয়ে জনগণের মতামত নেব।’’

Advertisement

ব্রিটিশ-রাজের চিহ্ন ‘মুছে দেওয়ার’ লক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদ দীর্ঘদিন ধরেই শিমলার নামবদলের দাবি জানাচ্ছে। তাদের বক্তব্য, শ্যামলা উচ্চারণ করতে পারত না বলে ব্রিটিশ আমলে শহরের নাম বদল করা হয়েছিল। ২০১৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বীরভদ্র সিংহ সেই দাবি খারিজ করেছিলেন। কংগ্রেসের মুখপাত্র নরেশ চৌহানের কথায়, ‘‘শহরের নাম বদল না করে বরং শহরের সমস্যাগুলোর সমাধান করুক বিজেপি সরকার।’’

উত্তরপ্রদেশের এই নামবদলের ঘটনা নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কৌতুক চলেছে। #আজসেতুমহারানাম দিয়ে টুইটারে অনেকেই মিম টুইট করছেন। কোনওটাতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে ফোন করলে তিনি বলছেন, ‘আজ সে তুমহারা নাম জানকী ঠাকুর।’ কোনওটায় আমির খানকে বলছেন, ‘আজ সে তুমহারা নাম অমর খন্না।’ আবার মাইকেল জ্যাকসনের নাম বদলে যোগী করে দিয়েছেন ‘মাই কা লাল জয়কিষান’! নামবদল-পন্থীদের অবশ্য তাতে কিছুই এসে যায় না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন