তেলঙ্গানায় আত্মঘাতী যুবক। ছবি: সংগৃহীত।
তাঁর ভাগ্য এ ভাবেই লিখতে হল? এমনই প্রশ্ন তুলে আত্মঘাতী হলেন তেলঙ্গানার এক যুবক। মৃতের নাম রোহিত। তিনি বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শেষে বিএড করছিলেন। কিন্তু চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণ না হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন।
পুলিশ জানিয়েছে, রোহিতের ঘর থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে। সেখানে ঈশ্বরকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘‘এ ভাবেই আমার ভাগ্য লিখলে, প্রভু। নিজের ছেলে হলে এ রকম করতে পারতে? আমরা কি তোমার সন্তান নই।’’ রোহিত আরও লিখেছেন, ‘‘মৃত্যুযন্ত্রণা থেকে বাঁচার যন্ত্রণা অনেক ভাল। আমি অনেক বার বাঁচার চেষ্টা করেছি। হয়তো এটাই আমার ভাগ্য।’’
কিন্তু হঠাৎ কেন এই ধরনের কথা লিখে আত্মঘাতী হলেন রোহিত? এ প্রসঙ্গে তাঁর পরিবার অবশ্য কিছু আলোকপাত করতে পারেননি। তবে তাঁদের দাবি, রোহিত খুব বিচলিত থাকতেন। ধীরে ধীরে তাঁর মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ছিল। কিন্তু কেন এবং কী কারণে তাঁর মানসিক অবসাদ, সেই সম্পর্কে কিছু জানেন না বলে দাবি পরিবারের সদস্যদের। রোহিতের মৃত্যুর নেপথ্যে কোন রহস্য, তা খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি তেলঙ্গানার।
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া চিঠির সঙ্গে রোহিতের হাতের লেখা মিলিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।