রাষ্ট্রপতির সফরের আগেই চুক্তি হবে ভারত-ইজরায়েলের

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ইজরায়েল সফরের আগেই ভারত এবং ইজরায়েলের মধ্যে জলসম্পদ সংক্রান্ত একটি সার্বিক চুক্তিপত্র সই হতে চলেছে। বৃহস্পতিবার ইজরায়েলের দূতাবাস সূত্রে জানানো হয়েছে, এই চুক্তিপত্রটির খসড়া চূড়ান্ত করার জন্য দু’দেশের পক্ষ থেকে আপৎকালীন ভিত্তিতে কাজ চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দু’দেশের অফিসার পর্যায়ে বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০৩:৩৫
Share:

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ইজরায়েল সফরের আগেই ভারত এবং ইজরায়েলের মধ্যে জলসম্পদ সংক্রান্ত একটি সার্বিক চুক্তিপত্র সই হতে চলেছে। বৃহস্পতিবার ইজরায়েলের দূতাবাস সূত্রে জানানো হয়েছে, এই চুক্তিপত্রটির খসড়া চূড়ান্ত করার জন্য দু’দেশের পক্ষ থেকে আপৎকালীন ভিত্তিতে কাজ চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দু’দেশের অফিসার পর্যায়ে বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

Advertisement

ভারতের জলসম্পদ মন্ত্রকের কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে দিল্লি এসেছেন ইজরায়েলের অর্থ মন্ত্রকের জল সম্পদ বিষয়ক প্রোগ্রামের প্রধান ওডেড ডিস্টেল। সঙ্গে এসেছেন সে দেশের জল বিশেষজ্ঞ অধ্যাপক ইয়োরাম ওরেন। তাঁরা এখানে গঙ্গা পুনরুজ্জীবন এবং নদী উন্নয়ন সংক্রান্ত একটি আলোচনাচক্রেরও আয়োজন করেছেন। এ দিন এক সাংবাদিক সম্মেলনে ডিস্টেল বলেন, ‘‘জল সংরক্ষণের বিষয়টি আমাদের দেশের মনস্তত্ত্বে ঢুকে গিয়েছে। ইজরায়েলের স্লোগান হল প্রত্যেকটি জলবিন্দু গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়ে আমাদের প্রযুক্তিগত পারদর্শিতা, অভিজ্ঞতা ভারতের সঙ্গে ভাগ করে নিতে চাই।’’

এর আগে তাঁরা কানপুরে গিয়ে গঙ্গার পরিস্থিতি দেখে এসেছেন। ওরেনের কথায়, ‘‘ভারতে প্রথম যে কাজটি করতে হবে, তা হল জল তথা পরিবেশ রক্ষা সংক্রান্ত যে জাতীয় আইনগুলি রয়েছে, তা কঠোর ভাবে বাস্তবায়িত করা। জল দূষণ বন্ধ করা।’’ এই কথার সূত্র ধরেই ইজরায়েলের ডেপুটি চিফ অব মিশন ডানা কুর্শ বলেন, ‘‘দু’দেশের মধ্যে চুক্তিপত্রের শেষ আইনি খুঁটিনাটিগুলি খতিয়ে দেখার কাজ চলছে। শীঘ্রই আমরা চুক্তি সই করব।’’ প্রণব মুখোপাধ্যায়ের আসন্ন ইজরায়েল সফরকে স্বাগত জানিয়ে কুর্শ বলেন, ‘‘তাঁর সফর দু’দেশের সম্পর্ককে আরও উন্নত করবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন