Benjamin Netanyahu

এখনই ভারতে আসছেন না ইজ়রায়েলি প্রধানমন্ত্রী! দিল্লি বিস্ফোরণের পরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, বলছে রিপোর্ট

সাত বছর আগে, ২০১৮ সালে ছ’দিনের সফরে ভারতে এসেছিলেন তিনি। ঠিক তার ছ’মাস আগেই ইজ়রায়েল থেকে ঘুরে আসেন মোদী। সাম্প্রতিক সময়েও দু’দেশের মন্ত্রীদের মধ্যে বেশ কিছু বৈঠক হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১২:৩৪
Share:

(বাঁ দিকে) ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। — ফাইল চিত্র।

এখনই ভারত সফরে আসছেন না ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী মাসেই ভারতে আসার কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও বসার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই সফরসূচি পিছিয়ে দিয়েছে তেল আভিব। ইজ়রায়েলি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। যদিও প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত নয়াদিল্লির তরফে সরকারি ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে আমেরিকার অন্যতম বন্ধুরাষ্ট্র হিসাবে পরিচিত ইজ়রায়েল। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ভারতের সম্পর্কও বেশ ভাল। সাত বছর আগে, ২০১৮ সালে ছ’দিনের সফরে ভারতে এসেছিলেন তিনি। ঠিক তার ছ’মাস আগেই ইজ়রায়েল থেকে ঘুরে আসেন মোদী। সাম্প্রতিক সময়ে দু’দেশের মন্ত্রীদের মধ্যে বেশ কিছু বৈঠক হয়েছে। গত মাসে দিল্লিতে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক সেরে গিয়েছেন ইজ়রায়েলি বিদেশমন্ত্রী গিদন সার। গত সপ্তাহেই তিন দিনের জন্য ইজ়রায়েল সফরে গিয়েছিলেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।

এ অবস্থায় ডিসেম্বরে ইজ়রায়েলি প্রধানমন্ত্রীর সফরে দিল্লি এবং তেল আভিবের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে আরও বিস্তৃত আলোচনার সম্ভাবনা ছিল। তবে জানা যাচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের জন্য ওই সফর পিছিয়ে দিচ্ছেন নেতানিয়াহু। ইজ়রায়েলের তরফেও সরকারি ভাবে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে তেল আভিব সূত্রে ইজ়রায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি মূল্যায়ন করে দেখা হচ্ছে। আগামী বছরে ভারত সফরের কথা ভাবা হচ্ছে বলে দাবি তেল আভিবের ওই সূত্রের। দাবি করা হচ্ছে, দিল্লি বিস্ফোরণের কারণেই এই সফরসূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

বস্তুত, দু’সপ্তাহ আগে গত ১০ নভেম্বর দিল্লিতে লালকেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে ওই বিস্ফোরণকে ইতিমধ্যে জঙ্গি কার্যকলাপ বলে চিহ্নিত করেছে নয়াদিল্লি। বিস্ফোরণের পরে বিবৃতি দিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিলেন নেতানিয়াহু। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী সেই সময় মোদী এবং ভারতবাসীর উদ্দেশে বিবৃতি দেন, “সারা (নেতানিয়াহুর স্ত্রী) এবং আমি, এবং গোটা ইজ়রায়েলবাসী নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। এই সময়ে ইজ়রায়েল আপনাদের পাশে রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement