Fraud

কর্মীর সঙ্গে প্রেম তথ্যপ্রযুক্তি সংস্থার কর্ণধারের, বিয়ের পরই ৫ কোটি টাকা নিয়ে পালালেন স্বামী!

পুলিশ সূত্রে খবর, অহমদাবাদে একটি তথ্যপ্রযুক্তি সংস্থা চালান ওই মহিলা। তাঁর সংস্থার এক কর্মী মনোজ নায়েকের প্রেমে পড়েন তিনি। তার পর দু’জনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১২:৩৩
Share:

স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ স্ত্রীর। প্রতীকী ছবি।

তিনি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্ণধার। এক কর্মীর প্রেমে পড়েছিলেন। তার পর সেই কর্মীকে বিয়েও করেন। কিন্তু তার পরের ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না ওই মহিলা। বিয়ে হতেই তাঁর স্বামী ৫ কোটি টাকা নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। ঘটনাটি গুজরাতের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অহমদাবাদে একটি তথ্যপ্রযুক্তি সংস্থা চালান ওই মহিলা। তাঁর সংস্থার এক কর্মী মনোজ নায়েকের প্রেমে পড়েন তিনি। তার পর দু’জনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর কয়েক বছর সংসারও করেন তাঁরা। ওই দম্পতির দু’বছরের একটি পুত্রসন্তানও আছে। মহিলার অভিযোগ, বিয়ের পর মনোজ নিজের গ্রামে ব্যবসা খোলার সিদ্ধান্ত নেন।

স্বামীর ব্যবসা চালানোর জন্য নিজের সংস্থা এবং সম্পত্তি বন্ধক রাখেন মহিলা। তার পর ৫ কোটি টাকা স্বামীর হাতে তুলে দেন বলে দাবি মহিলার। সেই টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকতেই বাড়ি থেকে উধাও হয়ে যান মনোজ। মহিলার অভিযোগ, পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। তিন মাস কেটে গেলেও স্বামী না ফেরায় তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। মহিলার অভিযোগ, পুলিশ কোনও রকম পদক্ষেপ করছে না। বার বার থানায় গিয়েও কোনও লাভ হয়নি। শেষমেশ শনিবার থানার সামনে অবস্থানে বসে পড়েন। তার পর ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement