লালুপ্রসাদের ফোনে আড়ি পেতেছে নীতীশ কুমার সরকার— এমনই অভিযোগ লালু-ঘনিষ্ঠ আরজেডি বিধায়ক রামানুজ প্রসাদের। তাঁর মন্তব্য, ‘‘লালুপ্রসাদের উপর নজরদারি চলছে। ফোনে কথা বলাও সুরক্ষিত নয়।’’ বেসরকারি টিভি চ্যানেলের হাতে লালু-সাহাবুদ্দিনের কথার রেকর্ডিং কী ভাবে পৌঁছল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রামানুজের নালিশে সায় দিয়েছে এনডিএ শরিক হিন্দুস্থান আওয়াম মোর্চা। দলের মুখপাত্র দানিশ রিজওয়ান বলেন, ‘‘শুধু আরজেডি নয়, বিপক্ষ দলের নেতাদের ফোনে আড়ি পাতানো হচ্ছে। সব কিছু জানেন নীতীশ কুমার।’’ অভিযোগ উড়িয়েছে জেডিইউ শিবির। দলের মুখপাত্র সঞ্জয় সিংহ বলেন, ‘‘লালুপ্রসাদ নিজেই সরকারে। সরকার কেন তাঁর ফোনে আড়ি পাতবে! আরজেডির কিছু নেতা মহাজোটে ফাটল ধরানোর চেষ্টা করছেন।’’
রবিবার সরকারি ভাবে লালুপ্রসাদের হয়ে সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন সাংসদ শিবানন্দ তিওয়ারিও। তাঁর সাফাই, ‘‘জেলবন্দি অপরাধীর সঙ্গে নেতার কথা হয়েই থাকে। লালুপ্রসাদ একমাত্র নন, যাঁর সঙ্গে জেলবন্দির প্রথম কথা হল।’’