অসমে এইমস এ বছরেই, আশ্বাস নাড্ডার

চলতি বছরের মধ্যেই অসমে এইমস্ গড়ার কাজ শুরু করবে কেন্দ্র। আজ গুয়াহাটিতে উত্তর-পূর্বের স্থাস্থ্য মন্ত্রীদের সঙ্গে জাতীয় স্বাস্থ্য মিশন নিয়ে বৈঠকের পরে এ কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত্ প্রকাশ নাড্ডা। তিনি বলেন, এইমস্-এর ধাঁচে হাসপাতাল নয়, অসমে এইমস্-ই গড়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০৩:১০
Share:

চলতি বছরের মধ্যেই অসমে এইমস্ গড়ার কাজ শুরু করবে কেন্দ্র। আজ গুয়াহাটিতে উত্তর-পূর্বের স্থাস্থ্য মন্ত্রীদের সঙ্গে জাতীয় স্বাস্থ্য মিশন নিয়ে বৈঠকের পরে এ কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত্ প্রকাশ নাড্ডা। তিনি বলেন, এইমস্-এর ধাঁচে হাসপাতাল নয়, অসমে এইমস্-ই গড়া হবে। কেন্দ্রীয় দল শীঘ্রই এর জন্য চূড়ান্ত সমীক্ষা চালাতে রাজ্যে আসবে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী নজরুল ইসলাম জানান, ‘‘এপ্রিল মাসে এইমস্ গড়ার জন্য রাজ্য সরকার তিনটি উপযুক্ত জমির বিবরণ দিল্লিতে জমা দিয়েছে। সেগুলি হল: কামরূপ মহানগর জেলার ডিমোরিয়া, কামরূপ গ্রামীণ জেলার কমলপুর ও নগাঁও জেলার রহার শহরি মৌজা।’’ এইমস্ গড়ার ক্ষেত্রে কেন্দ্র অবহেলা করছে বলে কংগ্রেসের অভিযোগ। নাড্ডা বলেন, ‘‘অভিযোগ সত্যি নয়। কেন্দ্র যখন অসমে এইমস্ গড়বে বলেছে, তখন এই বছরের মধ্যে শুরু হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন