National news

ভোট বয়কটের মধ্যেই ১৩ বছর পর জম্মু-কাশ্মীরে শুরু চার দফার পুর নির্বাচন

এ দিন প্রথম দফায় ভোট চলছে। বাকি তিন দফা হবে ১০, ১৩ এবং ১৬ অক্টোবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ১৩:৪১
Share:

জম্মুর রণবীর সিংহ পুরায় ভোটের লাইন। ছবি: পিটিআই।

দীর্ঘ ১৩ বছর পর পুর নির্বাচন শুরু হয়েছেজম্মু-কাশ্মীরে। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে চার দফায় জম্মু-কাশ্মীরে পুর নির্বাচন। এ দিন প্রথম দফায় ভোট চলছে। বাকি তিন দফা হবে ১০, ১৩ এবং ১৬ অক্টোবর।

Advertisement

কাশ্মীর ডিভিশনে ১৫০ ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ১৩৮টি অতি স্পর্শকাতর এবং জম্মু ডিভিশনের জন্য ৬৭০ ভোট কেন্দ্র রয়েছে যার মধ্যে ৫২টি অতি স্পর্শকাতর। জম্মু-কাশ্মীর মিলিয়ে মোট ১১৪৫টি ওয়ার্ডে ভোট শুরু হয়েছে। প্রথম দফায় নির্বাচন ৩২১টি ওয়ার্ডে। যার মধ্যে ৭৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

এই নির্বাচন সরাসরি বিজেপি এবং ক‌ংগ্রেসের মধ্যে লড়াই। কারণ এই নির্বাচন থেকে বিরত রয়েছে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি। জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা প্রথম থেকেই জনগণকে ভোট বয়কট করার আহ্বান দিয়ে রেখেছেন। যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য প্রত্যেকটি বুথেই আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা থাকছে।

Advertisement

আরও পড়ুন: এ ভাবেই দেওয়াল নোংরা করলেন বিজেপি নেতা!এতো আমাদের ঐতিহ্য, সাফাইও দিলেন

এর আগে শেষ ২০০৫ সালে জম্মু-কাশ্মীরের পুর নির্বাচন হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement