ভারত-পাক সীমান্ত এলাকায়, কাশ্মীরের বরামুলাতে পাক সেনার গুলিতে মারা গেলেন বিএসএফ জওয়ান তথা জামশেদপুরের বাসিন্দা কিষাণকুমার দুবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত চারদিন ধরে বরামুলাতে পাক সেনার লাগাতার গুলি বর্ষণ চলছে। বুধবার বিকেলে কিষাণকুমার বারমুলার একটি বর্ডার আউট পোস্টের কাছে ডিউটি করছিলেন। সেই সময় গুলি যুদ্ধ চলছিল। পাক সেনাদের ছোড়া একটি গুলি হঠাৎই কিষাণকুমারের চোখের পাশে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিষাণকুমারের বাড়ি জামশেদপুরের টাটানগর রেলস্টেশনের কাছে, কিতাডিহিতে। গত কাল গভীর রাতে কিতাডিহিতে কিষাণকুমারের মৃত্যুর খবর এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিষাণ ধর্মরাজ দুবের দ্বিতীয় সন্তান। ২০১৩ সালের নভেম্বর মাসে কিষান বিএসএফে যোগ দেন। কিষাণের বড় ভাইও বিএসএফে কর্মরত। এ দিকে, ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে মাঝেমধ্যেই জ্ঞান হারাচ্ছেন কিষাণের মা। ধর্মরাজ দুবে বলেন, ‘‘কিষাণের বিয়ের কথা চলছিল। সব কিছু ঠিক মতো চললে এই অগস্টেই তার বিয়ে হওয়ার কথা।’’ মুখ্যমন্ত্রী রঘুবর দাস কিষাণের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। আগামী কাল তাঁদ দেহ জামশেদপুরে আসার কথা।