যোগীর সঙ্গে আলোচনায় ব্যস্ত রাষ্ট্রদূতের গাড়ি টেনে নিয়ে গেল পুলিশ!

আইনের শাসন রক্ষা করতে যোগী আদিত্যনাথের পুলিশ যে কতটা সক্রিয় তার প্রমাণ মিলল বৃহস্পতিবার। নিয়ম বহির্ভূত ভাবে পার্কিং করা জাপানি রাষ্ট্রদূতের একটি গাড়িকে টেনে থানায় নিয়ে গিয়ে তারা বুঝিয়ে দিয়েছে, আইন সকলের জন্য সমান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০৯:৩৯
Share:

প্রতীকী চিত্র।

আইনের শাসন রক্ষা করতে গিয়ে রীতিমতো অপ্রস্তুত দশা যোগী আদিত্যনাথের পুলিশের। বৃহস্পতিবারের ঘটনা। নিয়ম বহির্ভূত ভাবে পার্কিং করা একটি গাড়িকে টেনে থানায় নিয়ে গিয়ে যাওয়ার পর জানা গেল সেটি জাপানি রাষ্ট্রদূতের। তিনি তখন বৈঠক করছিলেন খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গেই।

Advertisement

গত বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশ বিধান ভবনের অ্যানেক্স বিল্ডিং-এর দুই নম্বর গেটের সামনে একটি সাদা রঙের এসইউভি দাঁড়িয়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ কর্মী। ভুল জায়গায় পার্কিং করার জন্য দুপুর সওয়া দুটো নাগাদ ইউপি৩২ জিএন৪৯১২ নম্বরের ওই গাড়িটিকে ক্রেন দিয়ে টেনে হজরত্গঞ্জ কাসমান্ডা হাউসে নিয়ে যাওয়া হয়। জরিমানা সংক্রান্ত চালান তৈরির তোড়জোড় চলছে যখন, তখন জানা যায় ওই গাড়িতে করে ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেনজি হিরামাত্সু বিধান ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে এসেছেন। এর পরেই অবশ্য চালান না বানিয়ে গাড়িটিকে ছেড়ে দেন পুলিশ কর্মীরা।

আরও পড়ুন: বাবা জমি না দেওয়ায় মেয়েকে জ্যান্ত পুঁতে দিল ব্যবসায়ী

Advertisement

লখনউ ট্র্যাফিক পুলিশের এএসপি হাবিবুল হাসান পরে জানান, জাপানি রাষ্ট্রদূত একটি বেসরকারি সংস্থার গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কোনও ভাবে সেই গাড়িটি নিয়ম না মেনে বিধান ভবনের গেটের সামনে রাখা হয়। সে কারণেই গাড়িটিকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। তবে, জাপানি রাষ্ট্রদূতের কথা জানার পরেই জরিমানা না করে তাঁরা গাড়িটিকে ছেড়ে দেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement