National News

একে৪৭-সহ সেনা উধাও কাশ্মীরে, জঙ্গি দলে যোগ বলে সন্দেহ

এর আগে উপত্যকায় পুলিশ কর্মীদের বেশ কয়েক জনকে জঙ্গি সংগঠনে নাম লেখাতে দেখা গিয়েছে। কিন্তু, সেনাবাহিনীতে এমনটা এর আগে শোনা যায়নি। এর পিছনে বড় সড় কোনও নাশকতার ইঙ্গিত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ১৪:৩৪
Share:

ভারতীয় সেনা যোগ দিলেন জঙ্গি শিবিরে? — ফাইল চিত্র।

জম্মু-কাশ্মীরের সেনা ছাউনি থেকে উধাও এক ভারতীয় জওয়ান। সেই সঙ্গেই উধাও হয়েছে তাঁর সার্ভিস ‘একে-৪৭’ রাইফেলটি। সঙ্গে তিনটি ম্যাগাজিনও বেপাত্তা। পুলিশের একটি সূত্রের সন্দেহ, ওই জওয়ান জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন।

Advertisement

বুধবার রাত থেকে খোঁজ মিলছিল না জহুর আহমেদ ঠোকর নামে ওই জওয়ানের। সেনার দাবি, জহুর আহমেদ উপত্যকায় ১৭৩ নম্বর ব্যাটেলিয়নে টেরিটোরিয়াল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে বারামুলা ক্যাম্পে রুটিন মার্চের জন্য জওয়ানদের নাম ডাকা শুরু হতেই দেখা যায় ওই জওয়ান উধাও। তাঁর সহকর্মীদের একাংশ জানিয়েছেন, আগের রাত থেকেই তাঁর সঙ্গে কারও দেখা হয়নি। নিখোঁজ ওই জওয়ানের বাড়ি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায়।

আরও পড়ুন, তিন ক্রু-সহ অরুণাচলে নিখোঁজ সেনা কপ্টার

Advertisement

এই ঘটনার পরই গোটা উপত্যকা জুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। তদন্ত শুরু করেছে সেনা। প্রাথমিক ভাবে এই ঘটনাকে তারা নিঁখোজ বলে মনে করছেন না। এর পিছনে বড় সড় কোনও নাশকতার ইঙ্গিত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জহুর আহমেদ পালিয়ে গিয়ে হিজবুলের মতো কোনও জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে বলেই তাদের ধারণা। পাশাপাশি, সেনার একটা অংশের ধারণা ওই জওয়ানকে অপহরণও করা হতে পারে। যদিও সরকারি ভাবে এ নিয়ে সেনার তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে উপত্যকায় পুলিশ কর্মীদের বেশ কয়েক জনকে জঙ্গি সংগঠনে নাম লেখাতে দেখা গিয়েছে। কিন্তু, সেনাবাহিনীতে এমনটা এর আগে শোনা যায়নি। কয়েক দিন আগেই দক্ষিণ কাশ্মীরে কর্মরত এক পুলিশ কর্মী চারটি রাইফেল নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে হিজবুলের তরফে দাবি করা হয়, ওই পুলিশ কর্মীর সঙ্গে জঙ্গি দলের যোগ ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন