Sharad Yadav

জেডি(ইউ) থেকে শরদ ঘনিষ্ঠ ২১ জন নেতা সাসপেন্ড

রাজ্য সভাপতি বশিষ্ঠনারায়ণ সিংহ জানান, ওই ২১ জনের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই অভিযোগ জমা হচ্ছিল। গত বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় তাঁদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ১৮:১৭
Share:

বেশ কিছু দিন ধরেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে সরব হচ্ছিলেন তাঁরা। গত সপ্তাহে দলের নির্দেশ না মেনে শরদ যাদবের ‘বহুজন চৌপল যাত্রা’য় অংশ নেওয়ায় সেই নীতীশ বিরোধিতা চরম আকার পায়। আর এ বার শরদ ঘনিষ্ঠ সেই ২১ জন জেডিইউ নেতাকে সাসপেন্ড করল দল। তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। সোমবার ওই নেতাদের সাসপেন্ড করেন দলের রাজ্য সভাপতি বশিষ্ঠনারায়ণ সিংহ। ওই নেতাদের মধ্যে রয়েছেন বেশ কয়েক জন প্রাক্তন বিধায়ক ও সাংসদ।

Advertisement

রাজ্য সভাপতি বশিষ্ঠনারায়ণ সিংহ জানান, ওই ২১ জনের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই অভিযোগ জমা হচ্ছিল। গত বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় তাঁদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। সম্প্রতি শরদ যাদবের চৌপল যাত্রায় অংশ নিতে নিষেধ করা হলেও তাঁরা তা মানেননি। রাজ্য সভাপতির কথায়, ‘‘কেউই দলের ঊর্ধ্বে নন। দলবিরোধী কাজ করলে শাস্তি দেওয়াই দস্তুর। সেই নিয়ম পালন করা হয়েছে।’’ সাসপেন্ড হওয়া নেতাদের মধ্যে রয়েছেন রামাই রাম, অর্জুন রায়, রাজকিশোর সিংহের মতো শরদ ঘনিষ্ঠরা।

আরও পড়ুন: তাঁর গোষ্ঠীই আসল, দাবি করছেন শরদ

Advertisement

আরও পড়ুন: দল ছাড়ুন নীতীশ: ১৪ রাজ্য কমিটির সমর্থন নিয়ে হুঙ্কার শরদদের

আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে বিজেপির হাত ধরার পর থেকে নীতীশ কুমার এবং শরদ যাদবের মধ্যে দূরত্ব বেড়ে চলেছে। সম্প্রতি শরদ যাদবকে রাজ্যসভার নেতার পদ থেকেও সরিয়ে দেন নীতীশ। এই দুই শীর্ষ নেতার বিরোধে ক্রমেই স্পষ্ট হচ্ছে জেডিইউতে ভাঙনের ছবি। এ দিন ২১ জন নেতাকে সাসপেন্ড করাটা সেই ভাঙনকে আরও ত্বরান্বিত করল বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন