National News

বিহারে ‘পদ্মাবত’ চায় না নীতীশের দল

বিতর্ক শুরু হওয়ার পর থেকে ছবি মুক্তির বিপক্ষেই ছিল নীতীশের দল। গত নভেম্বরেও নীতীশ কুমার জানিয়েছিলেন, যতদিন না সেন্সর বোর্ড কোনও মতামত দিচ্ছে, ততদিন তাঁর রাজ্যে এই ছবি দেখানোর অনুমতি পাওয়া যাবে না।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ১২:৫৭
Share:

বিহারে ‘পদ্মাবত’ নিষিদ্ধ করতে চায় জেডিইউ। — ফাইল চিত্র।

চলতি মাসের ২৫-এই দেশজুড়ে মুক্তির অপেক্ষায় সঞ্জয় লীলা ভংসালী পরিচালিত ‘পদ্মাবত’। কিন্তু ছবির মুক্তি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত।

Advertisement

বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বিজেপি শাসিত হরিয়ানা, গুজরাত, রাজস্থান বা মধ্যপ্রদেশে ছবির মুক্তি আটকানো যাবে না। এই পরিস্থিতিতে বিহারের শাসক দল জনতা দল ইউনাইটেডের সদস্যরা রাজ্যে ছবি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

ইন্ডিয়াটুডে’র খবর অনুযায়ী, জেডিইউ-এর প্রবীণ নেতা ও মুখপাত্র সঞ্জয় সিংহ এ নিয়ে নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। রাজ্যে ছবি যাতে মুক্তি না পায়, তার পক্ষেই সওয়াল করবেন বলে জানিয়েছেন সঞ্জয়। তাঁর দাবি, ‘‘রাজপুতদের ইতিহাস ও ভাবাবেগে আঘাত করেছে এই ছবি। সে কারণেই এই ছবি রাজ্যে নিষিদ্ধ হওয়া উচিত। তবে এটা আমার ব্যক্তিগত মত।’’

Advertisement

আরও পড়ুন, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ জানুয়ারি সব রাজ্যেই ‘পদ্মাবত’

আরও পড়ুন, পথে পথে বাধার পাহাড় ডিঙিয়ে মুক্তির পথে ‘পদ্মাবত’

বিতর্ক শুরু হওয়ার পর থেকে ছবি মুক্তির বিপক্ষেই ছিল নীতীশের দল। গত নভেম্বরেও নীতীশ কুমার জানিয়েছিলেন, যতদিন না সেন্সর বোর্ড কোনও মতামত দিচ্ছে, ততদিন তাঁর রাজ্যে এই ছবি দেখানোর অনুমতি পাওয়া যাবে না।

‘পদ্মাবত’ নিয়ে বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায়ের পরই মুজফফরপুরে সিনেমা হলে ভাঙচুর চালায় করণী সেনা। ছবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়। সিনেমা হল মালিককে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন