JEE-Mains

জেইই-মেন আরও বেশি আঞ্চলিক ভাষায়: নিশঙ্ক

কিন্তু আরও অনেক আঞ্চলিক ভাষায় ওই পরীক্ষা নেওয়ার জন্য দীর্ঘ দিন ধরেই দাবি তুলছিল বিভিন্ন রাজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ০৩:১৯
Share:

রমেশ পোখরিয়াল নিশঙ্ক। ফাইল চিত্র।

নতুন জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সাযুজ্য রেখে আগামী বছর থেকে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জেইই-মেন আরও বেশি সংখ্যক আঞ্চলিক ভাষায় দেওয়ার সুবিধা মিলবে বলে জানালেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। বৃহস্পতিবার টুইটে তাঁর দাবি, যে সমস্ত রাজ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ওই প্রবেশিকার ভিত্তিতে ভর্তি করা হয়, সেখানকার স্থানীয় ভাষাকে যোগ করা হবে ওই তালিকায়। এখন জেইই-মেন নেওয়া হয় ইংরেজি, হিন্দি ও গুজরাতিতে। কিন্তু আরও অনেক আঞ্চলিক ভাষায় ওই পরীক্ষা নেওয়ার জন্য দীর্ঘ দিন ধরেই দাবি তুলছিল বিভিন্ন রাজ্য। গুজরাতিতে পরীক্ষা নেওয়া হলে, বাংলায় নয় কেন বলে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীর দাবি, আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ মিললে সুবিধা হবে অনেক পড়ুয়ারই।

Advertisement

এ দিকে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার দাবি, নতুন শিক্ষা নীতি কার্যকর হওয়ার পরে বন্ধ হওয়া উচিত দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা। এনসিইআরটি-র এক বৈঠকে এ কথা জানিয়েছেন তিনি। সিসোদিয়ার মতে, পাঠ্যক্রম অনুসারে একেবারে পরীক্ষার বদলে তা হওয়া উচিত একাধিক বছর ধরে পাঠ্যক্রম এগোতে থাকা অনুযায়ী, ভেঙে-ভেঙে। শিক্ষা নীতি ঘোষণার সময়ে কেন্দ্র অবশ্য জানিয়েছিল, একতরফা ভাবে বোর্ড-পরীক্ষা তুলে দেওয়ার প্রশ্ন নেই। তার ধরন অবশ্যই বদলাতে পারে। কিন্তু তা করা হবে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন