এক পদ, এক পেনশন

জেটলিকে বিঁধে ফৌজি ধর্নায় জেঠমলানীও

এক পদ, এক পেনশনের দাবিতে অবসরপ্রাপ্ত ফৌজিদের আন্দোলনে এ বার সামিল হলেন বিশিষ্ট আইনজীবী রাম জেঠমলানী। আজ যন্তরমন্তরে অনশনের মঞ্চ থেকেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ‘দেশের শত্রু’ বলে বিঁধলেন প্রাক্তন এই বিজেপি নেতা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৮
Share:

এক পদ, এক পেনশনের দাবিতে অবসরপ্রাপ্ত ফৌজিদের আন্দোলনে এ বার সামিল হলেন বিশিষ্ট আইনজীবী রাম জেঠমলানী। আজ যন্তরমন্তরে অনশনের মঞ্চ থেকেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ‘দেশের শত্রু’ বলে বিঁধলেন প্রাক্তন এই বিজেপি নেতা। কেন্দ্রের গাফিলতিতেই এই নীতি কার্যকর করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

২৮শে অগস্ট ভারত-পাক যুদ্ধের সুবর্ণজয়ন্তী দিবসেই কেন্দ্র এই নীতি ঘোষণা করতে পারে বলে শোনা গিয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। অবসরপ্রাপ্ত ফৌজিদের আন্দোলন তা-ই আজ পা দিল ৭৮তম দিনে। নিজেদের দাবিতে অনড় থেকে আমরণ অনশনও চালিয়ে যাচ্ছেন অন্তত ১০ জন।

এ দিকে, কোন বছর থেকে অবসরপ্রাপ্ত ফৌজিদের ‘এক পদ, এক পেনশন’ চালু করা হবে, তা নিয়ে দ্বিধা কাটেনি মোদী সরকারের। তাই যন্তরমন্তরের আন্দোলনে যোগ দিয়েই আজ কেন্দ্রকে দুষলেন বাজপেয়ী জমানার আইনমন্ত্রী জেঠমলানী। আন্দোলনে সার্বিক সমর্থনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘উনি (জেটলি) দেশের অর্থমন্ত্রী, কিন্তু দেশেরই শত্রু। আমি জানি, আমার বিরুদ্ধে ওরা আদালতে যেতে পারে। তবু পিছু হটছি না।’’

Advertisement

নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এর আগেও একাধিক বিষয়ে সরব হতে দেখা গিয়েছে জেঠমলানীকে। সেই রেশ টেনেই কি তাঁর এই নয়া পদক্ষেপ? প্রশ্ন উঠছে। জেঠমলানী অবশ্য এ দিন বলেন, ‘‘আপনাদের থেকে ভালবাসা ছাড়া আমার আর কিছু পাওয়ার নেই। তবে এর শেষ দেখেই ছাড়ব। রাজনীতির মধ্যে আজ একটা অশুভ শক্তি ঢুকে পড়েছে, আমার লড়াইটা সেখানেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন