বিহারে আক্রান্ত সংবাদকর্মীরাও

দিনের পর দিন অপরাধ বেড়েই চলেছে বিহারে। এ বারে দুষ্কৃতীদের কবলে পড়লেন এবিপি সংস্থার দুই কর্মী। গত কাল গভীর রাতে পটনা শহরের রাজাপুল এলাকায় ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতীরা এবিপি কর্মী রাকেশ কুমারকে অপহরণ করে মারধর করে। পরে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ায় তাঁকে ফেলে দিয়েই চম্পট দেয়। রাকেশের সহকর্মীরা স্থানীয় শাস্ত্রীনগর থানায় বারবার অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। আজ সকালে অবশ্য থানার সাব ইনস্পেক্টর কে ডি পাসোয়ানকে সাসপেন্ড করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০৩:৫০
Share:

দিনের পর দিন অপরাধ বেড়েই চলেছে বিহারে। এ বারে দুষ্কৃতীদের কবলে পড়লেন এবিপি সংস্থার দুই কর্মী।

Advertisement

গত কাল গভীর রাতে পটনা শহরের রাজাপুল এলাকায় ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতীরা এবিপি কর্মী রাকেশ কুমারকে অপহরণ করে মারধর করে। পরে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ায় তাঁকে ফেলে দিয়েই চম্পট দেয়। রাকেশের সহকর্মীরা স্থানীয় শাস্ত্রীনগর থানায় বারবার অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। আজ সকালে অবশ্য থানার সাব ইনস্পেক্টর কে ডি পাসোয়ানকে সাসপেন্ড করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই দানাপুরের প্রেস থেকে অফিসের গাড়িতে ফিরছিলেন এবিপি কর্মীরা। রাজাপুলের কাছে উড়ালপুলের উপরে লেন ভেঙে ঢুকে পড়ে অভিযুক্তদের গাড়িটি। এর পরেই গাড়ি থেকে নেমে অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। বেগতিক দেখে গাড়ি চালক পালিয়ে যায়। সেই সময়ে গাড়ি থেকে এক কর্মী দুষ্কৃতীদের শান্ত করতে গেলে আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে তাঁকে মারা হয়। ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। এরপরে গাড়ির ভিতরে বসে থাকা রাকেশকে নিজেদের গাড়িতে তুলে নেয় দুষ্কৃতীরা। গাড়ির ভিতরেই শুরু হয় মারধর।

Advertisement

অন্য দিকে গাড়িচালকের কাছ থেকে খবর পেয়ে এবিপির সহকর্মীরা থানায় পৌঁছন। পুলিশকে বার বার অনুরোধ করলেও থানা থেকে বের হতে বা এফআইআর নিতে চাননি তাঁরা। পরে কর্মীরা নিজেরাই খোঁজ শুরু করেন। বুদ্ধমার্গের কাছে একটি রাস্তায় দুষ্কৃতীদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। সদ্য কেনা গাড়িটিতে কোনও নম্বর প্লেট ছিল না। সেই গাড়ি থেকে রাকেশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

পটনার এসএসপি মনু মহারাজ বলেন, ‘‘রাস্তায় গোলমালের জেরেই ওই সংবাদপত্রের কর্মীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই মনে হচ্ছে। আমরা ঘটনার তদন্ত করছি। কর্তব্যে গাফিলতির অভিযোগে এক পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। শীঘ্রই অপরাধীরা গ্রেফতার হবে।’’ পুলিশ দুষ্কৃতীদের ব্যবহার করা গাড়িটি আটক করেছে। তার মালিকের খোঁজ চলছে।

গত কয়েক দিনে পটনা শহরে অপরাধ বেড়েছে। শহরের প্রাণকেন্দ্র, ডাকবাংলা চকে সকাল পাঁচটা নাগাদ এক ইঞ্জিনিয়ারের ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তাঁকে মারধরও করা হয়। এ ছাড়াও শহরের বেশ কয়েক জন চিকিৎসক ও স্কুল মালিকের কাছে তোলা চেয়ে ফোন আসছে।

দিন দুয়েক আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝীঁর উপরে হামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন