National News

বিচারপতি চেলামেশ্বরের বিরুদ্ধে তোপ দাগল বার কাউন্সিল

সিনিয়র বিচারপতি কে এম জোসেফকে সুপ্রিম কোর্টে না নিয়ে আসার যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, অবসর নেওয়ার তিন দিনের মাথায় সংবাদমাধ্যমে সে সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি চেলামেশ্বর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ২০:৪৬
Share:

বিচারপতি চেলামেশ্বর। -ফাইল চিত্র।

সংবাদমাধ্যমে ‘বিতর্কিত ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করার জন্য সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র বিচারপতি জে চেলামেশ্বরের কড়া সমালোচনা করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)।

Advertisement

সিনিয়র বিচারপতি কে এম জোসেফকে সুপ্রিম কোর্টে না নিয়ে আসার যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, অবসর নেওয়ার তিন দিনের মাথায় সংবাদমাধ্যমে সে সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি চেলামেশ্বর।

এর আগে শীর্ষ আদালতের তিন সিনিয়র বিচারপতিকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের ডেকে প্রধান বিচারপতি দীপক মিশ্রের কাজকর্মের ‘অস্বচ্ছতা’ নিয়ে তোপ দেগেছিলেন বিচারপতি চেলামেশ্বর।

Advertisement

সোমবার এক বিবৃতিতে বিসিআইয়ের চেয়ারম্যান মানান কুমার মিশ্র বলেন, সুপ্রিম কোর্টে এত দিন মর্যাদাজনক পদে থাকা বিচারপতি চেলামেশ্বরের কাছ থেকে এমন মন্তব্য একেবারেই অপ্রত্যাশিত। তিনি বলেছেন, ‘‘বিচারপতি চেলামেশ্বরের ওই মন্তব্য ‘নিন্দনীয়’। কোনও ভাবেই ওই মন্তব্য মেনে নেওয়া যায় না।’’

আরও পড়ুন- বিচারপতি জোসেফ নিয়ে স্থগিত সিদ্ধান্ত​

আরও পড়ুন- বিচারপতি নিয়োগ নিয়ে সওয়াল আইনমন্ত্রীর​

বিসিআইয়ের চেয়ারম্যানের বক্তব্য, শীর্ষ আদালতের বিচারপতিরা তাঁদের পদ ও মর্যাদার সঙ্গে সঙ্গতি রেখে কথা বলতে ভুলে যাচ্ছেন। ওঁদের এ বার আত্মসংযমী হয়ে উঠতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন