বিচারপতি গগৈয়ের নাম সুপারিশ প্রধান বিচারপতির

জানুয়ারি মাসে দ্বিতীয় প্রবীণতম বিচারপতি রঞ্জন গগৈ-সহ চার প্রবীণ বিচারপতির অভূতপূর্ব সাংবাদিক বৈঠকের পর থেকেই পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৫১
Share:

বিচারপতি রঞ্জন গগৈ

প্রথা মেনে প্রধান বিচারপতি দীপক মিশ্র উত্তরসূরি হিসেবে বিচারপতি রঞ্জন গগৈয়ের নামই সুপারিশ করেছেন বলে সরকারি সূত্রে খবর।

Advertisement

এই সুপারিশের ফলে যাবতীয় জল্পনারও অবসান হল। কারণ জানুয়ারি মাসে দ্বিতীয় প্রবীণতম বিচারপতি রঞ্জন গগৈ-সহ চার প্রবীণ বিচারপতির অভূতপূর্ব সাংবাদিক বৈঠকের পর থেকেই পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। কারণ ওই সাংবাদিক বৈঠকে প্রবীণ বিচারপতিরা সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাজকর্ম ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আঙুল উঠেছিল বর্তমান প্রধীন বিচারপতি এবং নরেন্দ্র মোদী সরকারের দিকে। জল্পনা শুরু হয়, বর্তমান প্রধান বিচারপতি কি বিচারপতি গগৈয়ের নাম সুপারিশ করবেন? বা করলেও সরকার কি তাঁকে মেনে নেবে?

প্রথম জল্পনার অবসান হলেও দ্বিতীয় প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে সরকারি সূত্রের ইঙ্গিত, মোদী সরকারও এ নিয়ে জলঘোলা করতে চাইছে না। লোকসভা ভোটের আগে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে মোদী সরকার নতুন করে সমালোচনার মুখে পড়তে রাজি নয়। সেই ইঙ্গিত সত্যি হলে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে রঞ্জন গগৈয়ের নাম ঘোষণা করে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। বর্তমান প্রধান বিচারপতি ২ অক্টোবর অবসর নেবেন। তার পরের দিনই শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি। ২০১৯-এর ১৭ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির পদে থাকবেন তিনি। এই প্রথম প্রধান বিচারপতি হতে চলেছেন উত্তর-পূর্ব ভারতের কোনও বাসিন্দা। প্রধান বিচারপতির সুপারিশকে স্বাগত জানিয়েছে বার কাউন্সিল অব ইন্ডিয়াও।

Advertisement

অসমের প্রয়াত মুখ্যমন্ত্রী কেশবচন্দ্র গগৈয়ের ছেলে বিচারপতি রঞ্জন গগৈ গৌহাটি হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে যোগ দেন ২০০১-এ। তার পর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। সুপ্রিম কোর্টে যোগ দেন ২০১২-য়। তাঁর নেতৃত্বাধীন বেঞ্চই জাতীয় নাগরিক পঞ্জি তৈরির কাজ পরিচালনা করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন