(বাঁ দিকে) বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি বিআর গবই। —ফাইল চিত্র।
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি সূর্য কান্ত। আগামী ২৩ নভেম্বর প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বিচারপতি বিআর গবইয়ের। তার পর ২৪ নভেম্বর থেকেই দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন বিচারপতি সূর্য কান্ত। তিনি এক বছর দু’মাস ওই পদে বহাল থাকবেন। প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি।
নিয়ম মেনে গত সপ্তাহেই উত্তরসূরির বিষয়ে সুপারিশ চেয়ে বর্তমান প্রধান বিচারপতি গবইকে চিঠি পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই সময়ে সরকারি সফরে ভুটান গিয়েছিলেন প্রধান বিচারপতি। ফেরার পর গত সোমবার, দীপাবলির ছুটির পরে আদালতের প্রথম কার্যদিবসেই সরকারকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। তাতেই বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করা হয়েছিল।
বৃহস্পতিবার সেই সুপারিশ মেনে নিল কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘রাষ্ট্রপতি বিচারপতি সূর্য কান্ত দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন। উনি দায়িত্ব নেবেন আগামী ২৪ নভেম্বর।’’
২০১৯ সালের ২৪ মে থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে রয়েছেন বিচারপতি সূর্য কান্ত। কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ, রাষ্ট্রদ্রোহ আইন, নির্বাচনী বন্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বেঞ্চের সদস্যও থেকেছেন।
বিচারপতি সূর্য কান্তের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার তালিকায় আছেন যথাক্রমে বিচারপতি বিক্রম নাথ (২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত), বিচারপতি বিভি নাগরত্ন (২০২৭ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর), বিচারপতি পিএস নরসিংহ (২০২৭ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৮ সালের ২ মে), বিচারপতি জেবি পারদিওয়ালা (২০২৮ সালের ৩ মে থেকে ২০৩০ সালের ১১ অগস্ট), বিচারপতি কেভি বিশ্বনাথন (২০৩০ সালের ১২ অগস্ট থেকে ২০৩১ সালের ২৫ মে), বিচারপতি জয়মাল্য বাগচী (২০৩১ সালের ২৬ মে থেকে ২ অক্টোবর) এবং বিচারপতি বিপুল পাঞ্চোলি (২০৩১ সালের ৩ অক্টোবর থেকে ২০৩৩ সালের ২৭ মে)।