শিবরাজ-জ্যোতিরাদিত্য হঠাৎ বৈঠক, জোর জল্পনা

মুখ্যমন্ত্রী কমল নাথ যখন সুইৎজারল্যান্ডের ডাভোসে তখনই হঠাৎ বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে দেখা করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গত কাল রাতে দুই শিবিরের দুই শীর্ষ নেতার এই বৈঠকে ভোপাল ও দিল্লিতে প্রবল জল্পনা তৈরি হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০৩:২৫
Share:

শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে দেখা করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

মুখ্যমন্ত্রী কমল নাথ যখন সুইৎজারল্যান্ডের ডাভোসে তখনই হঠাৎ বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে দেখা করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গত কাল রাতে দুই শিবিরের দুই শীর্ষ নেতার এই বৈঠকে ভোপাল ও দিল্লিতে প্রবল জল্পনা তৈরি হয়েছে।

Advertisement

কাল সন্ধ্যা ছ’টা নাগাদ দিল্লি থেকে ভোপালে আসেন কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগীর পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে। তাঁদের শ্রদ্ধা জানানোর পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। গত কালই দিল্লি থেকে ফিরেন শিবরাজ। খবর পাঠিয়ে সাক্ষাতের সময় স্থির করেন জ্যোতিরাদিত্য। তার পর সমর্থকদের নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যান।

প্রায় ৪০ মিনিট ধরে বৈঠকের পরে দশটা নাগাদ বেরিয়ে আসেন দুই নেতা। জ্যোতিরাদিত্য বলেন, ‘‘অনেক বিষয়ে কথা বলেছি।’’ বিধানসভা ভোটের প্রচারে জ্যোতিরাদিত্যকে ‘মাফ করো মহারাজা’ বলে খোঁচা দিত বিজেপি। সে নিয়ে প্রশ্ন করা হলে জ্যোতিরাদিত্য বলেন, ‘‘আমি তিক্ততা নিয়ে চলতে পছন্দ করি না। রাত গয়ি বাত গয়ি। আমরা সবাইকে নিয়ে চলায় বিশ্বাসী।’’ প্রায় একই সুরে শিবরাজ বলেন, ‘‘আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু কারও বিরুদ্ধে কারও কোনও অভিযোগ নেই।’’ মুখ্যমন্ত্রী কমল নাথ সম্প্রতি অভিযোগ করেন, কর্নাটকের কায়দায় মধ্যপ্রদেশেও দল ভাঙিয়ে সরকার গড়তে চাইছে বিজেপি। মধ্যপ্রদেশের দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়ও জানান, শীর্ষ নেতৃত্বের নির্দেশ পেলেই ভোপালে সরকার গড়ে ফেলবেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন