নেতা-মন্ত্রীদের ক্ষেত্রেও ‘নো ওয়ার্ক, নো পে’ চালুর পক্ষে সওয়াল কমল হাসনের

শুধু প্রতিশ্রুতির রাজনীতি করে গদি বাঁচানো চলবে না। সারা বছর কাজ করেই রাজনীতির ময়দানে নিজের আসন পাকা করতে হবে রাজনৈতিক নেতা-নেত্রীদেরও। এমনটাই মত তামিল মেগাস্টার কমল হাসনের।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ১৬:২২
Share:

কমল হাসন।—ফাইল চিত্র।

তাঁর নতুন দল খোলা নিয়ে জল্পনাটা চলছিলই। শাসক এআইএডিএমকে নেতৃত্বকে আক্রমণ করে এবং রাজ্যে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে সেই জল্পনাটা আগেই উস্কে দিয়েছিলেন তামিল মেগাস্টার। এ বার রাজনীতিকদের ‘নো ওয়ার্ক নো পে’ চালুর পক্ষে সওয়াল করে নতুন দল তৈরির পথে যেন আরও খানিকটা এগিয়ে গেলেন কমল হাসন।

Advertisement

শুধু প্রতিশ্রুতির রাজনীতি করে গদি বাঁচানো চলবে না। সারা বছর কাজ করেই রাজনীতির ময়দানে নিজের আসন পাকা করতে হবে রাজনৈতিক নেতা-নেত্রীদেরও। এমনটাই মত তামিল মেগাস্টার কমল হাসনের। তীব্র ভাষায় রাজনীতিকদের আক্রমণ করে কমল বলেন, ‘নো ওয়ার্ক, নো পে’ রাজনৈতিক নেতা-নেত্রীদের ক্ষেত্রেও একই ভাবে কার্যকর হওয়া উচিত। তিনি আরও বলেন, “আদালত ধর্মঘটি শিক্ষকদের সতর্ক করেছেন। মাননীয় আদালতের কাছে আমার অনুরোধ, কাজের জায়গায় অনুপস্থিত বিধায়কদেরও যেন একই ভাবে সতর্ক করে দেওয়া হয়।”

আরও পড়ুন:
কৃষিঋণ মাফ রাজস্থানেও

Advertisement

ভারতের প্রথম বুলেট ট্রেনের বৃত্তান্ত

তিনি জানান, তামিলনাড়ুতে খুব দ্রুত আমূল পরিবর্তন ঘটানো হয়তো তাঁর পক্ষে সম্ভব নয়, কিন্তু এই পরিবর্তনের প্রক্রিয়া তিনি শীঘ্রই শুরু করে দিতে চান।

রাজনীতিতে আসার আগে কমল একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং‌ চিত্রনাট্যকার। এবং প্রায় সব ক্ষেত্রেই তিনি ব্যতিক্রমীর প্রমাণ দিয়েছেন। রাজনীতির ময়দানে নামার আগে তাঁর এই মতামতও যথেষ্ঠ ব্যতিক্রমী তাতে কোনও সন্দেহ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন