ব্যবসায়ীদের আপত্তি খারিজ করে ভিত্তিস্থাপন সন্তর-বাজারে

ব্যবসায়ীদের প্রবল আপত্তি উপেক্ষা করেই সন্তর বাজারের শিলান্যাস করলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। আজ প্রস্তাবিত বাজার-ভবনের শিলান্যাস করে তিনি বলেন, ‘‘আজ হয়তো ব্যবসায়ীরা বাজার তৈরি নিয়ে আপত্তি করছেন। কিন্তু আগামী দিনে, বাজারের কাজ সম্পূর্ণ হওয়ার পর এই ব্যবসায়ীরাই বাহবা দেবেন। কারণ বাজারের নতুন ভবন নির্মাণের পর তা দেখতে যে রকম সুন্দর হবে, তেমনই পরিষ্কার-পরিচ্ছন্নও হবে। এ ছাড়া পরিকল্পনামাফিক বাজার তৈরি হলে অনেক বেশি মানুষ ব্যবসা করতে পারবেন। বাড়বে ক্রেতার সংখ্যাও।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৫ ০৩:৩৫
Share:

ব্যবসায়ীদের প্রবল আপত্তি উপেক্ষা করেই সন্তর বাজারের শিলান্যাস করলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ।

Advertisement

আজ প্রস্তাবিত বাজার-ভবনের শিলান্যাস করে তিনি বলেন, ‘‘আজ হয়তো ব্যবসায়ীরা বাজার তৈরি নিয়ে আপত্তি করছেন। কিন্তু আগামী দিনে, বাজারের কাজ সম্পূর্ণ হওয়ার পর এই ব্যবসায়ীরাই বাহবা দেবেন। কারণ বাজারের নতুন ভবন নির্মাণের পর তা দেখতে যে রকম সুন্দর হবে, তেমনই পরিষ্কার-পরিচ্ছন্নও হবে। এ ছাড়া পরিকল্পনামাফিক বাজার তৈরি হলে অনেক বেশি মানুষ ব্যবসা করতে পারবেন। বাড়বে ক্রেতার সংখ্যাও।’’ স্থানীয় পুরসভার তরফে ব্যবসায়ীদের বিকল্প ব্যবসা করার অস্থায়ী জায়গা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। জাতীয় সড়কের পাশে অস্থায়ী ভাবে তাদের দোকান বসাতে দেওয়া হবে।

উল্লেখ্য, দেড় বছর আগে সন্তর বাজার নির্মাণের প্রস্তাব আসে। কিন্তু ব্যবসায়ীদের আপত্তিতে কাজ শুরু হয়নি। এখন বাজারটি তৈরি করতে ৪ কোটি ৬০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। চারতলা বাজার-ভবনের প্রথম তলায় থাকবে মাছের বাজার। দ্বিতীয় তলায় সব্জি ও তৃতীয় তলায় গালামালের দোকান থাকবে। চতুর্থ তলা বিভিন্ন সরকারি অফিসকে ভাড়া দেওয়া হবে। বর্তমানে এই জায়গায় বাজার চলছে। ব্যবসায়ীদের বক্তব্য, কয়েক শত পরিবারের জীবিকা নির্ভর করছে এই সন্তর বাজারের উপর। অনেক দোকানদার আর্থিকভাবে এতই দুর্বল যে একদিন পসরা সাজাতে না পারলে তাদের স্ত্রী-পরিবার নিয়ে উপবাস করতে হবে। তাঁদের অভিযোগ, বিকল্প ব্যবসা-স্থল নিয়েও তাঁদের কিছু বলা হচ্ছে না। অনেকেরই আশঙ্কা, এর উলে বঞ্চিত হতে পারেন প্রকৃত ওবং গরিব ব্যবসায়ীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement