উদ্ধারকার্যে।ছবি: পিটিআই।
কানপুরের পুখরায়াঁয় ইনদওর-পটনা এক্সপ্রেস দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ঝাঁসির ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এস কে অগ্রবালকে সরিয়ে দিল রেল বোর্ড। সাসপেন্ড করা হয়েছে আরও ৫ অফিসারকে। মঙ্গলবার রেল বোর্ডের নির্দেশে জানানো হয়েছে, অগ্রবালকে দক্ষিণ-পূর্ব রেলের রাঁচি ডিভিশনে বদলি করা হল। রেল সূত্রের খবর— এই ঘটনায় শাস্তির মুখে পড়তে চলেছেন আরও কয়েক জন কর্তা।
সাম্প্রতিক কালে কোনও দুর্ঘটনার পর ডিআরএম পর্যায়ের কোনও রেল অফিসারকে শাস্তিমূলক বদলি করার নজির নেই। রেলমন্ত্রী সুরেশ প্রভু প্রথম থেকেই বলে আসছিলেন— রেলের চেহারা ফেরাতে কর্মী থেকে অফিসার, সবাইকে দায়িত্বশীল হতে হবে। কার্যত এ বার সেটা করে দেখালেন প্রভু।
মঙ্গলবার রাত পর্যন্ত পুখরায়াঁয় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮। মঙ্গলবার উদ্ধারকাজ শেষ করেছে উত্তর-মধ্য রেল। সোমবার বেশি রাতে ভেঙে যাওয়া লাইন বদলানোর কাজ শেষ হয়ে যাওয়ায় ওই লাইনে (কানপুর-ঝাঁসি) পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো হয়েছে। মঙ্গলবার থেকে আবার যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেছে।
রেল সূত্রের খবর— শুধু লাইন ভাঙা নয়, শীত পড়তে না পড়তে উত্তর ভারতে যে ভাবে কুয়াশা ও ধোঁয়াশা তৈরি হচ্ছে, তা নিয়ে চিন্তিত রেল কর্তারা। ট্রেন যাত্রাকে আরও নিরাপদ করে তুলতে লাইনে চিড় আটকানোর পাশাপাশি কুয়াশা বা ধোঁয়াশায় কী ভাবে নিরাপদে ট্রেন চালানো যায়, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে
রেল মন্ত্রক।রেল সূত্রের খবর, ইতিমধ্যে উত্তর ভারত জুড়ে কমবেশি কুয়াশা পড়া শুরু হয়েছে। শনিবার রাতে দুর্ঘটনার সময়েও ওই এলাকায় যথেষ্ট কুয়াশা ছিল। ফলে দৃশ্যমানতাও কম ছিল। সেটাও দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে। রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, উত্তর ভারতের বিভিন্ন জোন থেকে গ্যাংম্যানদের ডেকে কথা বলা হবে। ওই আলোচনায় রেল কর্তাদের পাশাপাশি রেলমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন। আগামী সপ্তাহে বিভিন্ন জোন থেকে দিল্লিতে নিয়ে আসা হবে বাছাই করা কয়েক’শো গ্যাংম্যানকে। তাঁরা কুয়াশায় কাজের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন। তার পরেই লাইন রক্ষণাবেক্ষণে কী করা যেতে পারে, তা ঠিক হবে। কানপুরের রেল দুর্ঘটনার পরে সব রেল জোনকে লাইন রক্ষণাবেক্ষণের কাজে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি রেল বাজেটে কত কিলোমিটার রেল লাইন নবীকরণ করা হবে, তার পরিকল্পনা করা হয়। এ বছরও হয়। কানপুরের দুর্ঘটনার পরে প্রতিটি জোনকে অবিলম্বে ওই কাজ শেষ করে ফেলতে বলা হয়েছে। তার জন্য রেল বোর্ড ইতিমধ্যে অতিরিক্ত টাকা বরাদ্দ করার কথাও জানিয়েছে।