Kapila Vatsyayan

প্রয়াত কপিলা বাৎস্যায়ন

২০১১ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৭
Share:

ফাইল চিত্র।

যশস্বী শিল্পকলা-বিশেষজ্ঞ কপিলা বাৎস্যায়ন (৯২) বুধবার সকালে তাঁর দিল্লির বাসভবনে প্রয়াত হয়েছেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের সচিব কানওয়াল আলি এ খবর পিটিআইকে জানান। কপিলা ওই সেন্টারের আজীবন ট্রাস্টি ছিলেন। ইন্দিরা গাঁধী সেন্টার ফর আর্টস-এরও তিনিই প্রতিষ্ঠাতা-কর্ণধার। গবেষণা এবং লেখালেখির পাশাপাশি দক্ষ প্রশাসকের দায়িত্ব নিয়ে গড়ে তুলেছিলেন আরও একাধিক প্রতিষ্ঠান। ভারতীয় শিল্প— চিত্রশিল্প, নৃত্য, নাট্যকলা, স্থাপত্যের নানা দিক এবং ইতিহাস নিয়ে প্রায় ২০টি বই লিখেছেন কপিলা। ২০১১ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পান। মনোনীত সদস্য হিসেবে গিয়েছিলেন রাজ্যসভাতেও। কমলাদেবী চট্টোপাধ্যায় এবং রুক্মিণী দেবীর স্নেহধন্যা কপিলার নিজের নৃত্যশিক্ষা হয়েছিল শান্তিনিকেতনে। তার পর আলাদা করে কত্থক, মণিপুরী এবং ভরতনাট্যম শিখেছিলেন। নেহরু-ইন্দিরার ঘনিষ্ঠ এবং স্বাধীনতা-উত্তর ভারতের অন্যতম সাংস্কৃতিক দূত হিসেবে পরিচিত ছিলেন তিনি। বিরজু মহারাজ, বালা সরস্বতীর মতো শিল্পীকে আন্তর্জাতিক মহলে তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement