মোদী সরকারের বর্ষপূর্তি পালন করিমগঞ্জেও

২০২০ সালের মধ্যে বিশ্বের অন্য দেশগুলির মধ্যে ভারতকে স্বচ্ছতার নিরিখে পয়লা নম্বরে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিক তাকিয়েই কেন্দ্রের এনডিএ সরকারের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে স্বচ্ছতাকেই গুরুত্ব দিতে চায় করিমগঞ্জ বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামী কাল জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল, সাইকেল মিছিলের পাশাপাশি জেলাসদরে সকাল ৮টা থেকে শুরু হবে সাফাই অভিযান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০৩:০৯
Share:

২০২০ সালের মধ্যে বিশ্বের অন্য দেশগুলির মধ্যে ভারতকে স্বচ্ছতার নিরিখে পয়লা নম্বরে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিক তাকিয়েই কেন্দ্রের এনডিএ সরকারের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে স্বচ্ছতাকেই গুরুত্ব দিতে চায় করিমগঞ্জ বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামী কাল জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল, সাইকেল মিছিলের পাশাপাশি জেলাসদরে সকাল ৮টা থেকে শুরু হবে সাফাই অভিযান। আজ সাংবাদিক বৈঠকে জেলা বিজেপি সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য এ কথা জানান। তিনি বলেন, ‘‘কোনও রাজনৈতিক দল মোদীজির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। প্রধানমন্ত্রী জনতার কাছে স্বচ্ছ সরকার উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এক বছরে তা-ই বাস্তবায়িত করেছেন।’’ দুঃস্থদের জন্য অটল পেনসন যোজনা, জন ধন যোজনা, আর্দশ গ্রাম যোজনা, বেটি বাঁচাও-বেটি পড়াও, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, দুর্নীতিমুক্ত ভাবে রান্নার গ্যাস বণ্টন, জল পরিবহণ, মুদ্রা ব্যাঙ্ক, কয়লা ব্লক বণ্টন নিয়েও কেন্দ্রীয় সরকার স্বচ্ছতার নজির গড়েছে বলেও তিনি দাবি করেন। করিমগঞ্জ শহর, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, শনিবিল-বারৈগ্রাম, পাথারকান্দি, লোয়াইরপোয়া, রামকৃষ্ণনগর, দুর্ল্লভছড়া, বদরপুর এবং বদরপুর বল্ক-সহ ১০টি মণ্ডলে বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হবে।

Advertisement

বিশ্বরূপবাবু জানান, করিমগঞ্জ শহরে শহিদ চমনলালের স্মৃতি সৌধ থেকে সাফাই অভিযান শুরু করা হবে। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরা হবে। সাংবাদিক বৈঠকে প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ বিজেপির উপ-সভাপতি মিশনরঞ্জন দাস জনসম্পর্ক অভিযান নিয়ে বক্তব্য পেশ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement