চা-শ্রমিকদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার নির্দেশ

যত সমস্যাই থাক চা-বাগানের শ্রমিকদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট ডিসেম্বরের মধ্যেই খুলতে হবে বলে নির্দেশ দিলেন করিমগঞ্জের জেলাশাসক। নোট বাতিলের পর বাগান শ্রমিকদের রেশন ইত্যাদি বহু সমস্যা দেখা দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ০১:৩৬
Share:

যত সমস্যাই থাক চা-বাগানের শ্রমিকদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট ডিসেম্বরের মধ্যেই খুলতে হবে বলে নির্দেশ দিলেন করিমগঞ্জের জেলাশাসক। নোট বাতিলের পর বাগান শ্রমিকদের রেশন ইত্যাদি বহু সমস্যা দেখা দিয়েছে। সে কারণেই অসমের প্রতিটি বাগানের চা-শ্রমিকদের অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তাঁর নির্দেশ, এখন থেকে শ্রমিকদের অ্যাকাউন্টেই বাগান কর্তৃপক্ষকে বেতন দিতে হবে। এমনকী বাগানে বসাতে হবে এটিএম কাউন্টারও।

Advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশকে বাস্তবায়িত করতে আজ করিমগঞ্জের জেলাশাসক জেলার ২২টি চা বাগানের ম্যানেজার, পুলিশ প্রশাসন এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। জেলাশাসক প্রশান্ত কুমার মহন্তকে বাগান ম্যানেজাররা যুক্তি দেখান, শ্রমিকদের লেখাপড়া নেই বললেই চলে। ফলে এটিএম কার্ড দিয়ে শ্রমিকদের পক্ষে টাকা তোলা সম্ভব নয়। অনেক শ্রমিক এটিএমের পাসওয়ার্ডও ভুলে যেতে পারেন। ফলে টাকা তুলতে গিয়ে তাদের সমস্যায় পড়তে হবে। এছাড়াও শ্রমিকরা প্রত্যন্ত এলাকায় বসবাস করে। ফলে টাকা তুলতে ব্যাঙ্কে আসা-যাওয়ার সমস্যাও তাদের রয়েছে। তাঁদের যুক্তি, ব্যাঙ্কে জমা পড়া সব টাকা গ্রাহকরা তুলতে পারবেন না। কিন্তু শ্রমিকরা যে সামান্য মাইনে পান তা তুলতে না পারলে তাঁদের সমস্যা হবে।

বাগান কর্তৃপক্ষের যুক্তি জেলা প্রশাসন মানতে নারাজ। প্রশাসনের কথায়, বাগান শ্রমিকদের অ্যাকাউন্ট জনধন যোজনার অধীনে খোলার যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন তা যে কোন মূল্যে বাস্তবায়িত করতে হবে। বহুবিধ বাস্তব সমস্যা থাকলেও অ্যাকাউন্ট ডিসেম্বরের মধ্যেই খোলার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন