(বাঁ দিকে) যতীন্দ্র সিদ্দারামাইয়া এবং তাঁর বাবা কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (ডান দিকে)। —ফাইল চিত্র।
কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা উস্কে দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পুত্র যতীন্দ্র স্বয়ং! প্রাক্তন কংগ্রেস বিধায়ক যতীন্দ্র স্বয়ং। বুধবার তিনি বলেন, ‘‘আমার বাবার রাজনৈতিক জীবন সমাপ্ত হতে চলেছে। এ বার তাঁর উচিত মন্ত্রিসভার সহকর্মী সতীশ জারকিহোলির ‘মার্গদর্শক’ (পরামর্শদাতা) হওয়া।’’
গত দেড় বছরে একাধিক বার সিদ্দারামাইয়াকে সরিয়ে উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে বেঙ্গালুরুর কুর্সিতে বসানোর দাবি তুলেছেন তাঁর অনুগামী বিধায়কেরা। দুই নেতার অনুগামীদের দ্বন্দ্ব গড়িয়েছে দিল্লিতে, কংগ্রেস হাইকমান্ডের ‘দরবারে’। এই পরিস্থিতিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের রাজ্যের মুখ্যমন্ত্রীর পুত্রের এমন মন্তব্যে বদলের জল্পনা আরও জোরালো হতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি কংগ্রেস সাংসদ শিবরাম গৌড়া প্রকাশ্যে বলেছিলেন, ‘‘শিবকুমার শেষ পর্যন্ত যে মুখ্যমন্ত্রী হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে কবে হবেন, তা কংগ্রেস হাইকমান্ড স্থির করবেন।’’ যদিও এর পরে সেই সম্ভাবনা খারিজ করে সিদ্দারামাইয়া বলেছিলেন, ‘‘আমি পুরো পাঁচ বছরের মেয়াদেই মুখ্যমন্ত্রী থাকব।’’ ঘটনাচক্রে, যতীন্দ্র তাঁর বাবাকে সতীশ নামে যে মন্ত্রীর মার্গদর্শক হওয়ার ‘পরামর্শ’ দিয়েছেন, তিনি ‘কট্টর শিবকুমার বিরোধী’ বলে পরিচিত। সতীশের দাদা রমেশ একদা সিদ্দারামাইয়া মন্ত্রিসভার সদস্য ছিলেন, কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমারের সঙ্গে সংঘাতের কারণে ২০২৩ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ওই ভোটে বিজেপির টিকিটে দাঁড়িয়ে জিতেওছিলেন।