Karti Chidambaram

জামিন পেলেন চিদম্বরম-পুত্র কার্তি

আদালত সূত্রে খবর, জামিন পেলেও সিবিআইয়ের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না কার্তি। মামলার কোনও সাক্ষীকেও প্রভাবিত করতে পারবেন না তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ১৯:৪৮
Share:

শুক্রবার কার্তি চিদম্বরমের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট।

আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে ধৃত কার্তি চিদম্বরমের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শুক্রবার জামিন দেওয়া হয় তাঁকে।

Advertisement

আদালত সূত্রে খবর, জামিন পেলেও সিবিআইয়ের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না কার্তি। মামলার কোনও সাক্ষীকেও প্রভাবিত করতে পারবেন না তিনি।

আর্থিক নয়ছয়ের অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারি, লন্ডন থেকে চেন্নাই বিমানবন্দরে পা রাখার পরেই গ্রেফতার করা হয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তিকে।

Advertisement

আরও পড়ুন:

জেলে আলাদা সেল পেলেন না কার্তি

লোকপালের দাবিতে ফের আমরণ অনশনে অণ্ণা

বেশ কয়েক মাস ধরে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং বিদেশি মুদ্রা আইন ভাঙার অভিযোগের তদন্ত করছিল সিবিআই। অভিযোগ, ২০০৭ সালে পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সংস্থা আইএনএক্স মিডিয়ায় বেআইনি ভাবে ৩০০ কোটি টাকা বিদেশি লগ্নির ছাড়পত্রের ব্যবস্থা করেছিলেন কার্তি। তাঁর বাবা অর্থমন্ত্রী থাকাকালীন ওই মিডিয়া সংস্থাকেই বিদেশি বিনিয়োগের প্রশ্নে বেআইনি সুবিধা পাইয়ে দিয়ে সাড়ে তিন কোটি টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। আইএনএক্সের বিরুদ্ধে আয়কর তদন্ত স্থগিত করার জন্য ঘুষ নেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

সিবিআই অভিযোগ করে, তদন্তে সহযোগিতা করছিলেন না কার্তি। ভুল তথ্য দিয়ে সিবিআইকে বিভ্রান্ত করেন। বিদেশে গিয়ে কার্তি তথ্যপ্রমাণ লোপাটেরও চেষ্টা করেছিলেন বলে দাবি করে সিবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন