হিবার চোখ নিয়ে আশ্বাস ডাক্তারের

টেলিফোনে হিবার বাবা নিসার আহমেদ আনন্দবাজারকে জানিয়েছেন, সংক্রমণ ঠেকাতে ডাক্তারের সমস্ত পরামর্শ মেনে চলবেন তাঁরা। মেয়ের কষ্টের কথাও তুলে ধরেছেন আহমেদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০৩:৩৫
Share:

বয়স মাত্র ১৮ মাস। নিরাপত্তা বাহিনীর ছররা রেহাই দেয়নি জম্মু-কাশ্মীরের এই বাচ্চা মেয়েটিকেও। বুধবার সেই হিবা নিসারের ডান চোখ থেকে আরও একটি ছররা বার করা হয়েছে। আর হয়তো সম্পূর্ণ দৃষ্টিশক্তি যাবে না হিবার—অস্ত্রোপচারের পরে এমনই আশার কথা শোনান চিকিৎসকেরা।

Advertisement

গত ২৫ নভেম্বর কাশ্মীরের শোপিয়ানে বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে স্থানীয় বাসিন্দাদের। সেই সময়ে বাহিনীর ছোড়া ছররা গিয়ে আঘাত করে বাড়ির মধ্যে থাকা হিবাকে। উপত্যকার সব চেয়ে কম বয়সি ছররা-আক্রান্ত হিবার ডান চোখ ব্যান্ডেজ বাঁধা ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আশঙ্কা ছিল, সম্পূর্ণ দৃষ্টিশক্তি খোয়াতে পারে খুদে। ছররা বার করতে একাধিক বার অস্ত্রোপচারও হয়েছে হিবার।

এ বার তার অস্ত্রোপচার হয়েছে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে। চিকিৎসক তারিক কুরেশি বলেন, ‘‘আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। সফল ভাবে হিবার ডান চোখ থেকে ছররাটি বার করা হয়েছে। তার বাবা-মাকে এখন খেয়াল রাখতে হবে যাতে সংক্রমণ না হয়।’’

Advertisement

টেলিফোনে হিবার বাবা নিসার আহমেদ আনন্দবাজারকে জানিয়েছেন, সংক্রমণ ঠেকাতে ডাক্তারের সমস্ত পরামর্শ মেনে চলবেন তাঁরা। মেয়ের কষ্টের কথাও তুলে ধরেছেন আহমেদ। তিনি বলেন, ‘‘সারা রাত হিবা যন্ত্রণায় চিৎকার করত। ঘুমোতে পারত না।’’

কেন তার এত কষ্ট? সেটা কিছুতেই বুঝতে পারে না ওই একরত্তি মেয়েটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন