Pahalgam incident

পহেলগাঁওয়ে অভিযুক্ত জঙ্গিদের জঙ্গলের পথ দেখিয়েছিলেন! কাশ্মীরি যুবককে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী

পহেলগাঁওয়ে জঙ্গিদের জঙ্গলের রাস্তা দেখানোর অভিযোগে কাশ্মীরের এক বাসিন্দাকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীরের পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইউসুফ কাটারিয়া। বছর ছাব্বিশের কাটারিয়া কুলগামের বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৭
Share:

পহেলগাঁও হামলার পর বৈসরণ উপত্যকার অবস্থা। ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ে জঙ্গিদের জঙ্গলের রাস্তা দেখানোর অভিযোগে কাশ্মীরের এক বাসিন্দাকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীরের পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইউসুফ কাটারিয়া। বছর ছাব্বিশের কাটারিয়া কুলগামের বাসিন্দা। জঙ্গিদের সাহায্য করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ২৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

কাটারিয়া চুক্তিভিত্তিক কর্মী। স্থানীয়দের বাচ্চাদেরও পড়ান তিনি। তদন্তকারীদের সূত্রের দাবি, কয়েক মাস আগেই পহেলগাঁওয়ের জঙ্গিদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তিনি জঙ্গিদের পালাতে সাহায্য করেছেন। শুধু তা-ই নয়, হামলার আগে জঙ্গিদের জঙ্গলের রাস্তাও কাটারিয়া দেখিয়েছিলেন বলে দাবি তদন্তাকারীদের সূত্রে। গত জুন মাসে এনআইএ দু’জনকে গ্রেফতার করেছিল জঙ্গিদের নানা ভাবে সাহায্য এবং তাদের থাকার বন্দোবস্ত করার অভিযোগে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় হামলা চালায় লশকরের ছায়া সংগঠন টিআরএফ। তাতে ২৫ পর্যটক-সহ মোট ২৬ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট ন’টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। সেনার সেই অপারেশন সিঁদুর অভিযানের পর পাকিস্তান ভারতে হামলা চালানোর চেষ্টা করে। যদিও ভারত সরকার জানিয়েছে, তারা পাকিস্তানের হামলা প্রতিহত করেছে। সেই সঙ্গে প্রত্যাঘাতও করা হয়েছে। তবে দিন দু’-তিনের টানাপড়েনের পর দু’দেশই সংঘর্ষবিরতিতে রাজি হয়।

Advertisement

তার পর থেকেই কাশ্মীরে পহেলগাঁও জঙ্গিদের চিহ্নিত করে পাকড়াও করার জোরদার অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে গত জুলাই মাসে পহেলগাঁওয়ের তিন জঙ্গি নিহত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement