৫০ কোটির আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরীবালের প্রিন্সিপাল সেক্রেটারি

আর্থিক দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরীবালের প্রিন্সিপাল সেক্রেটারিকে গ্রেফতার করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, ৫০ কোটি টাকার কম্পিউটার ক্রয় সংক্রান্ত মামলায় সোমবার কেজরীবালের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেন্দর কুমার ছাড়া আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। তবে সিবিআইয়ের গোয়েন্দাদের দাবি, রাজেন্দর কুমারই ওই আর্থিক দুর্নীতি কাণ্ডের মূল পাণ্ডা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ২০:০৬
Share:

আর্থিক দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরীবালের প্রিন্সিপাল সেক্রেটারিকে গ্রেফতার করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, ৫০ কোটি টাকার কম্পিউটার ক্রয় সংক্রান্ত মামলায় সোমবার কেজরীবালের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেন্দর কুমার ছাড়া আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। তবে সিবিআইয়ের গোয়েন্দাদের দাবি, রাজেন্দর কুমারই ওই আর্থিক দুর্নীতি কাণ্ডের মূল পাণ্ডা। যদিও এই গ্রেফতারির পর কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে আপ সরকার। আপের অভিযোগ, রাজনৈতিক ভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই পদক্ষেপ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার দাবি, কেজরীবাল সরকারকে ‘অসাড়’ করে দেওয়ার জন্য রাজেন্দর কুমারকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

সাংবাদিক বৈঠকেই গ্রেফতার আপ বিধায়ক

Advertisement

এ দিন অবশ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা দাবি করেছেন, ধৃত আধিকারিকেরা রাষ্টায়ত্ত সংস্থা তৈরি করে কাজের বরাত পাইয়ে দিত। এতে আর্থিক ভাবে বিশাল ক্ষতির মুখে পড়েছে দিল্লি সরকার। ২০০৬ সালে এই আর্থিক দুর্নীতির বীজ বোনা হয়। এন্ডেভার্স সিস্টেমস প্রাইভেট লিমিটে়ড নামে একটি তথ্যপ্রযুক্তি সংস্থা গড়ে তোলেন ১৯৮৯-এর ব্যাচের আমলা রাজেন্দ্রর কুমার। গত ফেব্রুয়ারিতে আপ সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে কেজরীবালের প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিযুক্ত হন আইআইটি স্নাতক এই আমলা। কোনও রকম বরাত ছাড়াই বিভিন্ন সংস্থাকে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement