রাহুলের ভুল ধরতে গিয়ে বিপাকে রিজিজু

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ম অনুযায়ী যুদ্ধ বা জঙ্গি হামলায় কোনও আধাসেনা নিহত হলে ‘শহিদ’ তকমা ও আইনি মর্যাদা পান না। কেবল স্থল, বিমান ও নৌবাহিনীর জওয়ানরাই এটা পেয়ে থাকেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫১
Share:

পুলওয়ামায় জঙ্গি হানার পরে যুদ্ধ জিগির তো চলছেই। তার মধ্যেই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে আক্রমণ করতে গিয়ে ‘ইচ্ছাকৃত তথ্যবিকৃতি’র দায়ে বিপাকে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। টুইটারে এ জন্য তাঁকে ‘মিথ্যুক’ তকমাও পেতে হল।

Advertisement

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ম অনুযায়ী যুদ্ধ বা জঙ্গি হামলায় কোনও আধাসেনা নিহত হলে ‘শহিদ’ তকমা ও আইনি মর্যাদা পান না। কেবল স্থল, বিমান ও নৌবাহিনীর জওয়ানরাই এটা পেয়ে থাকেন। দিন কয়েক আগে রাহুল গাঁধী ঘোষণা করেছেন, কংগ্রেস ভোটে জিতে ক্ষমতায় এলে নিহত আধাসেনাদেরও ‘শহিদ’ মর্যাদা পাওয়া নিশ্চিত করবে। আর এর জবাব দিতে গিয়ে রিজিজু দাবি করেন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর অধীন যে কোনও জওয়ান, তিনি সেনা বাহিনীরই হোন বা আধাসেনা— যুদ্ধ বা জঙ্গিহানায় নিহত হলে এখনই ‘শহিদ’ মর্যাদা পান। রিজিজু বলেন, ‘‘রাহুল কিছুই জানেন না। তাই এমন একটি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন।’’

অথচ, ২০১৫-র ২২ ডিসেম্বর রিজিজু নিজেই সংসদে একটি প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রকের এই নিয়মের কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সিআরপি বা অসম রাইফেলসের মতো আধাসেনা বাহিনীর জওয়ানেরা ‘শহিদ’ মর্যাদা পাবেন না। তবে তাঁদের পরিবারের প্রথা অনুযায়ী অর্থসাহায্য এবং পেনশন পেতে বাধা নেই বলে প্রতিরক্ষা মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে।

Advertisement

উল্টো কথা বলে এখন বিপাকে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অনেকেই তাঁর আগের বক্তব্যের লিখিত প্রতিলিপি তুলে ধরে ক্ষোভে ফেটে পড়েছেন। কারও কারও দাবি, রিজিজু সব জেনেশুনেই মিথ্যা কথা বলেছেন রাহুলকে মুর্খ প্রমাণ করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন