হাত-পা ছুড়ুন, পিছনে জামাই

কাজের বোঝা কী কম! তার মধ্যে শরীর-চর্চা নিয়ে মেতে উঠেছেন মোদীর মন্ত্রীরা। কিন্তু পিছন থেকে রবার্ট বঢরা যে উঁকি দিচ্ছেন, সে নিয়েই বা চর্চা হবেনা কেন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০৩:৪১
Share:

কিরেণ রিজিজু।—ফাইল চিত্র।

কাজের বোঝা কী কম! তার মধ্যে শরীর-চর্চা নিয়ে মেতে উঠেছেন মোদীর মন্ত্রীরা। কিন্তু পিছন থেকে রবার্ট বঢরা যে উঁকি দিচ্ছেন, সে নিয়েই বা চর্চা হবেনা কেন!

Advertisement

হিড়িকটার সূত্রপাত স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর এক টুইট থেকে। মোদী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর, সবাই জানেন অলিম্পিক পদকজয়ী। জিমে নিয়মিত শরীর চর্চা তাঁর অভ্যাস। সেই ভিডিও তুলে টুইট করেছেন রিজিজু। বলেছেন, ‘‘কাজের জন্য শরীর-চর্চার সময় পাই না। কিন্তু আমার অলিম্পিয়ান সহকর্মী কড়া চ্যালেঞ্জ দিলেন।’’ পরের টুইটে দেখা গেল, রিজিজু নিজেও কসরত শুরু করে দিয়েছেন। সেটারও ভিডি টুইট করেছেন।

আরও পড়ুন: হাত-পা ছুড়ুন, পিছনে জামাই

Advertisement

এই দেখে রেলমন্ত্রী সুরেশ প্রভুর আফশোস, ‘‘আহা! যদি আমিও পারতাম।’’ উৎসাহ দিয়ে রাঠৌর বললেন, ‘‘আপনি রেলকে ‘ফিট’ রেখেছেন, সে তো আরও বড় কঠিন কাজ।’’ রাঠৌরের ভিডিওর পিছনে আবার সিলভেস্টার স্ট্যালোনের ‘রকি’র গান। সেটা আবার নজর করেছেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। তাঁর সরস উক্তি: দুই মন্ত্রীই আমাদের রকি বালবোয়া।

কিন্তু এ সবের মধ্যেই কহানিমে টুইস্ট! রিজিজুর শরীর চর্চার ভিডিওতে হঠাৎ দেখা গেল, পিছনে কসরতে ব্যস্ত রবার্ট বঢরা। বিজেপির এক নেতা বললেন, ‘‘মন্ত্রীমশাই, শরীরচর্চা ভাল বিষয়। পিছনে যে ‘জামাই’ ঘুরছে, লক্ষ্য করেছেন কি?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement