Krishak Sabha

বিজেপির হিংসা: মানবাধিকার কমিশনে যাবে কৃষক সভা

শুধু রবার বাগান নয়, প্রায় ৫০০ একর জুড়ে ২৮৬টি আনাজের খেত, চাষিদের গবাদি পশু পুড়িয়ে দেওয়া হয়েছে। মাছের চাষ হত এমন ৬০টি ঝিলে বিষ ঢেলে মাছ মেরে ফেলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ০৭:৩৪
Share:

জাতীয় মানবাধিকার কমিশনে। ফাইল ছবি।

সিপিএমের শৈলেন্দ্র চন্দ্র নাথ প্রথম বার উত্তর ত্রিপুরার যুবরাজনগর থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছেন। ভোটে জেতার পরে তাঁর আট বিঘা জমিতে রবারের বাগান জ্বালিয়ে দেওয়া হয়েছে। একা শৈলেন্দ্রর নয়। ভোট পরবর্তী হিংসায় ত্রিপুরা জুড়ে প্রায় এক হাজার একর জুড়ে ২১১টি রবার বাগান জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে আজ দিল্লিতে অভিযোগ তুলল সিপিএমের কৃষক সভা। এ বিষয়ে তারা জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানাবে।

Advertisement

বাম জমানায় ত্রিপুরার মন্ত্রী পবিত্র কর আজ অভিযোগ করেন, শুধু রবার বাগান নয়, প্রায় ৫০০ একর জুড়ে ২৮৬টি আনাজের খেত, চাষিদের গবাদি পশু পুড়িয়ে দেওয়া হয়েছে। মাছের চাষ হত এমন ৬০টি ঝিলে বিষ ঢেলে মাছ মেরে ফেলা হয়েছে। রাজ্য জুড়ে দু’শোর বেশি পরিবারকে রেশন নিতে বাধা দেওয়া হয়েছে।

ত্রিপুরায় বিজেপি ফের ক্ষমতায় আসার পর থেকে ভোট পরবর্তী হিংসায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত ছ’শোর বেশি। সিপিএমের কৃষক সভার নেতারা আজদিল্লিতে জানান, ত্রিপুরায় বিজেপির হিংসা নিয়ে মে মাসে দশ দিন ধরে দেশজুড়ে প্রচার হবে। কৃষক সভার সহ-সভাপতি হান্নান মোল্লা বলেন, ভোটে জিতলেও ত্রিপুরায় বিজেপির আসন, ভোটের হার দুই-ই কমেছে। সেই কারণেই বিরোধীদের উপরে হামলা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন