১৩৯ বছর পর শুকিয়ে গেল কুম্ভস্নানের ঘাট, জল ঢালল পুরসভা

খরাদুর্গত মহারাষ্ট্রে শুকিয়ে গেল কুম্ভস্নানের ঘাট। গত ১৩৯ বছরে এই প্রথম বার গোদাবরীর এই ঘাট জলশূন্য হয়ে পড়ল। রামকুণ্ড নামে ওই ঘাটে মরাঠি নববর্ষের প্রথম দিনে স্নান করতে আসেন হাজার হাজার মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ১৮:১৯
Share:

খরাদুর্গত মহারাষ্ট্রে শুকিয়ে গেল কুম্ভস্নানের ঘাট। গত ১৩৯ বছরে এই প্রথম বার গোদাবরীর এই ঘাট জলশূন্য হয়ে পড়ল। রামকুণ্ড নামে ওই ঘাটে মরাঠি নববর্ষের প্রথম দিনে স্নান করতে আসেন হাজার হাজার মানুষ। নদী জলশূন্য হয়ে পড়ায় নাসিক নগর নিগম কৃত্রিম ভাবে জল ঢেলে ধর্মীয় আচার পালন করার ব্যবস্থা করল শুক্রবার।

Advertisement

বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘ অনাবৃষ্টির কারণে মহারাষ্ট্রের অধিকাংশ এলাকাতেই জলস্তর খুব নেমে গিয়েছে। নদী-নালাও শুকিয়ে যাচ্ছে। গোদাবরীর রামকুণ্ড ঘাট কুম্ভস্নানের ঘাট হিসেবে বিখ্যাত। হিন্দুদের কাছে পবিত্র এই ঘাটে মরাঠি নববর্ষেও বহু ভক্ত পুন্যস্নান করতে আসেন। শুক্রবারই শুরু হয়েছে মরাঠি ক্যালেন্ডারের নতুন বছর। শতাব্দীর পর শতাব্দী চলতে থাকা প্রথা অনুযায়ী হাজার হাজার মানুষ এই দিন নাসিকের রামকুণ্ড ঘাটে স্নান করতে আসেন। পুরোহিতদের সংগঠনের অনুরোধে এই বিশেষ দিনটির জন্য নাসিক নগর নিগম জলের ট্যাঙ্কার পাঠিয়ে রামকুণ্ড ঘাটে জল ঢালা শুরু করে। ঘাট সংলগ্ন এলাকার কিছুটা অংশ হাঁটু জলের ব্যবস্থা হয় তাতে। সেখানেই পুন্যস্নান সারেন ভক্তরা। গত ১৩৯ বছরে এই প্রথম বার শুকিয়ে গেল গোদাবরীর রামকুণ্ড ঘাট।

আরও পড়ুন:

Advertisement

ইতিহাস! ৪০০ বছর পর মেয়েদের জন্য দরজা খুলল শনি শিঙ্গনাপুর মন্দির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement