KV Subramanian

KV Subramanian: কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টার পদ থেকে সরলেন সুব্রহ্মণ্যম, ফিরছেন শিক্ষার জগতে

কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা পদে থাকার পাশাপাশি ‘ইন্ডিয়ান স্কুল অব বিজনেস’-এর অধ্যাপকও সুব্রহ্মণ্যম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২১ ২০:৩০
Share:

কেভি সুব্রহ্মণ্যম

তিন বছরের মেয়াদ পূর্ণ করে কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টার পদ থেকে সরলেন কেভি সুব্রহ্মণ্যম। শুক্রবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন তিনি। বিবৃতিতে তিনি লেখেন, ‘ভারত সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টার পদে তিন বছরের মেয়াদ পূর্ণ করে আবার শিক্ষার জগতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Advertisement

কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা পদে থাকার পাশাপাশি ‘ইন্ডিয়ান স্কুল অব বিজনেস’-এর অধ্যাপকও সুব্রহ্মণ্যম। ২০১৯ সালে ওই প্রতিষ্ঠানের ‘সেরা অধ্যাপক’ হয়েছিলেন তিনি। এ ছাড়াও আমেরিকার এমোরি বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা ‘গোইজুয়েটা বিজনেস স্কুল’-এর অর্থবিভাগের অধ্যাপকও তিনি।

Advertisement

উপদেষ্টা পদে থেকে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটির সদস্যও ছিলেন তিনি। বিবৃতিতে সুব্রহ্মণ্যম লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো অনুপ্রেরণাদায়ক নেতা আজ পর্যন্ত দেখিনি। অর্থনীতি সম্পর্কে তাঁর জ্ঞান সত্যিই প্রশংসাযোগ্য।’ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্পর্কে তিনি লেখেন, ‘ওঁর রসবোধ এবং সহজ স্বভাবের জন্য নর্থ ব্লকের বৈঠক সুস্থ ভাবে পরিচালনা করা সম্ভব হত।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement