শিলংয়ে ধস

জমিধসে চাপা পড়ে মৃত্যু হল দুই মহিলার। গত কাল সন্ধেয় মেঘালয়ে শিলংয়ের কাছে ঘটনাটি ঘটে। প্রবল বৃষ্টিতে লামাভিল্লা আচমকাই ধস নেমেছিল। পুলিশ জানায়, তাতে চাপা পড়ে মৃত্যু হয় মিনু থাপা (৪০) ও করুণা শ্রেষ্ঠার (২৫)। ঘটনায় বছর পাঁচেকের একটি শিশু গুরুতর জখম হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২০
Share:

জমিধসে চাপা পড়ে মৃত্যু হল দুই মহিলার। গত কাল সন্ধেয় মেঘালয়ে শিলংয়ের কাছে ঘটনাটি ঘটে। প্রবল বৃষ্টিতে লামাভিল্লা আচমকাই ধস নেমেছিল। পুলিশ জানায়, তাতে চাপা পড়ে মৃত্যু হয় মিনু থাপা (৪০) ও করুণা শ্রেষ্ঠার (২৫)। ঘটনায় বছর পাঁচেকের একটি শিশু গুরুতর জখম হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement