পাকিস্তানে নকল তাজ বানিয়ে হামলার মহড়া! ফের বিস্ফোরক হেডলি

মুম্বইতে হামলা চালানোর জন্য পাকিস্তানে নকল তাজ হোটেল বানিয়ে ফেলেছিল লস্কর-ই-তৈবা। তাজ হোটেলে ঢোকার ও বেরনোর সব রাস্তা মুখস্থ করে ফেলতে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেই নকল তাজেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৪
Share:

মুম্বইতে হামলা চালানোর জন্য পাকিস্তানে নকল তাজ হোটেল বানিয়ে ফেলেছিল লস্কর-ই-তৈবা। তাজ হোটেলে ঢোকার ও বেরনোর সব রাস্তা মুখস্থ করে ফেলতে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেই নকল তাজেই। আদালতে দেওয়া জবানবন্দিতে জানাল আমেরিকায় বন্দি মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলি। ভিডিও কনফারেন্সে দেওয়া সাক্ষ্যে হেডলি জানিয়েছে, সাত বার মুম্বইতে এসে তাজ হোটেলের নাড়িনক্ষত্র জেনে গিয়েছিল সে। সেই রেকির ভিত্তিতেই পাকিস্তানে বানানো হয়েছিল নকল তাজ হোটেল।

Advertisement

হেডলি আগের দিনের সাক্ষ্যেই জানিয়েছে যে জাকিউর রহমান লকভি এবং হাফিজ সঈদ মুম্বই হামলার মূল চক্রী ছিল। আমেরিকার একটি অজানা বন্দিশালা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া দ্বিতীয় দিনের স্বীকারোক্তিতে সে জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে লস্কর-ই-তৈবার বৈঠকগুলি মূলত হত। সাজিদ মির নামে যে লস্কর জঙ্গি ডেভিড হেডলির সঙ্গে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনটির যোগসূত্র ছিল, তার সঙ্গে ২০০৭ সালে মুজফ্ফরাবাদে একটি বৈঠকে যায় হেডলি। ভিডিও কনফারেন্সে সে জানিয়েছে, ওই বৈঠকে তাজ হোটেলে হামলা চালানোর ছক কষা হয়েছিল। মুম্বইয়ের ওই হোটেলে ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানীরা বৈঠকে বসতে চলেছেন বলে খবর ছিল লস্কর জঙ্গিদের কাছে। সেই বৈঠকে হামলা চালিয়ে ভারতের সব প্রতিরক্ষা বিজ্ঞানীকে খতম করে দেওয়ার চক্রান্ত করেছিল লস্কর। মুজফ্ফরাবাদের যে বৈঠকে হেডলিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাজ হোটেলে ঢোকা-বেরনোর সব পথ এবং সেখানকার সবক’টি কনভেনশন হলের অবস্থান নিয়ে আলোচনা হয়েছিল বলে হেডলি এ দিন জানিয়েছে। সেই বৈঠকেই হেডলিকে দায়িত্ব দেওয়া হয়, মুম্বইতে এবং তাজ হোটেলে রেকি চালানোর। হেডলি ভুয়ো পাসপোর্ট নিয়ে সাত বার মুম্বই এসে গোটা শহর এবং তাজ হোটেলের অন্দরমহল ভাল করে চিনে নেয়। হেডলির সেই রেকির ভিত্তিতেই লস্কর জঙ্গিরা তৈরি করে নকল তাজ। তার পর সেই নকল তাজে হামলা চালিয়ে মুম্বই হামলার মহড়া দিতে শুরু করে জঙ্গিরা।

আরও পড়ুন:

Advertisement

হেডলির মুখে আইএসআই, পাকিস্তানকে নথি দেবে দিল্লি

মুম্বই হামলায় জড়িত হেডলি গ্রেফতার হয় মার্কিন গোয়েন্দাদের হাতে। আমেরিকার আদালত তাকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছে। হেডলি ভারতের আদালতেও সাক্ষ্য দিতে রাজি হয়। কিন্তু শর্ত ছিল, আমেরিকা তাকে ভারতের হাতে তুলে দেবে না। আমেরিকা সেই শর্ত মেনে নিয়েছে। রাজসাক্ষী হতে রাজি হওয়ায় মুম্বইয়ের আদালতও ডেভিড হেডলিকে ক্ষমা করেছে। তার পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে জবানবন্দি দিয়ে হেডলি মুম্বইয়ের আদালতকে জানাতে শুরু করেছে, ঠিক কীভাবে হয়েছিল ২০০৮ সালের মুম্বই হামলার ছক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন