বিধানসভা অধিবেশনের পর নিজের জেলায় ফিরে লালা উন্নয়ন খণ্ডের বিভিন্ন প্রকল্পের খোঁজ নিলেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হুসেন লস্কর।
আজ তিনি লালা ব্লকে গিয়ে বিডিও সরফরাজ হক, কয়েকটি গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ওই উন্নয়ন খণ্ডে বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে জানতে চান। বিশেষত মুখ্যমন্ত্রীর ‘বিশেষ প্যাকেজ’-এর কাজের বিষয়ে বিস্তারিত জানেন। ওই প্রকল্পে দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে বিধায়ক জানিয়ে দেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ প্রকল্পের টাকা নয়ছয় তিনি বরদাস্ত করবেন না। বন্যা প্রতিরোধে হাইলাকান্দির কাটাখাল নদীর তসলা বাঁধ নির্মাণের বিষয়েও তিনি খোঁজ নেন। তিনি তসলা বাঁধ পরিদর্শনেও যান।